Ajker Patrika

চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়

রজত কান্তি রায়, ঢাকা
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৯: ৩৬
চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়

লকডাউন শেষ। বেশ কিছুদিন আগে খুলে দেওয়া হয়েছে বিনোদন স্পটগুলো। সাপ্তাহিক ছুটিতে যাদের পক্ষে সম্ভব হচ্ছে, তাঁরা পাড়ি জমাচ্ছেন পাহাড় কিংবা সাগর দেখতে। আর যারা সেসব জায়গায় যেতে পারছেন না, তাঁরা ভিড় করছেন রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে।

রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র মিরপুর জাতীয় চিড়িয়াখানা। আজ শুক্রবার সেখানে গিয়ে দেখা গেল মানুষের উপচে পড়া ভিড়। হাজারে হাজারে মানুষ একটু খোলা জায়গায় ঘেরার জন্য ছুটির দিনটিকে বেছে নিয়েছেন। তরুণ-তরুণীদের সংখ্যা বেশি হলেও শিশু ও বয়োজ্যেষ্ঠরাও এসেছেন চিড়িয়াখানায়। কেউ কেউ এসেছেন সপরিবারে। ঢাকার মোহাম্মদপুর, বসিলা, সাভার কিংবা পুরান ঢাকা থেকে যেমন এসেছেন দর্শনার্থীরা, তেমনি এসেছেন ঢাকার বাইরের বিভিন্ন জায়গা থেকেও।

চিড়িয়াখানায় সব সময় আকর্ষণের কেন্দ্রে থাকে বাঘ। আজও এর ব্যতিক্রম হয়নি। শিশু থেকে বুড়ো সবাই এসে ভিড় করেছেন বাঘের খাঁচার সামনে। মিরপুর, ঢাকা,১৭ সেপ্টেম্বর, ২০২১কথা হলো রুবেল মিয়ার সঙ্গে। তিনি এই প্রথম মিরপুর চিড়িয়াখানায় এসেছেন গাজীপুর থেকে। স্বভাবতই বেশ উচ্ছ্বসিত। জানালেন, লকডাউন শেষে অনেকটা ভয়ে ভয়েই তিনি ঘুরতে বেরিয়েছেন বন্ধুদের সঙ্গে।

ঢাকায় ভাইয়ের বাসায় ঘুরতে এসেছেন বীণা রানি। আজ সপরিবারে এসেছেন চিড়িয়াখানা দেখতে। চারদিকে গিজগিজ করা মানুষ দেখে বেশ খানিকটা ঘাবড়ে গেছেন তিনি। জানালেন, দিনাজপুর থেকে ঢাকা এসেছেন ভাইয়ের বাসায়। আজ ঘুরতে বেরিয়েছেন। এত মানুষ দেখে বেশ ভয় পাচ্ছেন তিনি। কারণ, প্রবেশ পথে বারবার নো মাস্ক, নো এন্ট্রি ঘোষণা করা হলেও চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের বেশির ভাগেরই মুখে মাস্ক নেই।

হাতির পিঠে চড়া না হলেও দূর থেকে হাতি দেখছে লোকেরাপশুপাখির অনেক খাঁচা ফাঁকা থাকলেও লোকজনের কমতি নেই মিরপুর চিড়িয়াখানায়। দীর্ঘদিন ঘরবন্দী থাকার পর শরতের হঠাৎ বৃষ্টির ভয় উপেক্ষা করেই এখানে এসেছেন দর্শনার্থীরা। দুপুরের দিকে একপশলা বৃষ্টিতে কাকভেজা হতে হয়েছে অনেককেই। তারপরও ঘরের বাইরে আসার আনন্দ যেন চোখেমুখে উপচে পড়েছে তাদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত