Ajker Patrika

মিরপুরে গ্যাসলাইন বিস্ফোরণে নিহত বেড়ে ৪

প্রতিনিধি, মিরপুর ও ঢামেক (ঢাকা)
আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১৭: ২২
মিরপুরে গ্যাসলাইন বিস্ফোরণে নিহত বেড়ে ৪

রাজধানীর মিরপুর-১১ নম্বরের সি ব্লকে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে এঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। সবশেষ মারা গেছেন রওশন আরা (৭০)। 

বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন রওশন আরার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাঁর মৃত্যু হয়েছে। 

ডা. সামন্ত লাল সেন জানান, রওশন আরার শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ছাড়া তাঁর শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। হাসপাতালে এ ঘটনায় আরও তিনজন ভর্তি রয়েছেন। 

এর আগে বৃহস্পতিবার রাতে এঘটনায় তিনজন মারা গেছে। মৃতরা হলেন, বাড়ির মালিক মৃত ফুল মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৫) ও গ্যাসের চুলার মিস্ত্রি সুমন (৪০)। এর আগে রাত সায়া ১০টার দিকে মারা গেছেন রিনা বেগম (৫০)। শফিকুলের ৮৫ শতাংশ ও সুমনের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর মিরপুরে ১১ নম্বর সেকশনের একটি বাসার নিচতলায় গ্যাস রাইজার বিস্ফোরণে শিশুসহ সাতজন দগ্ধ হয়।  

এতে দগ্ধ হন, শফিকুল ইসলাম (৩৫), রিনা বেগম (৫০), রওশনারা বেগম (৭০), রেনু বেগম (৩৫) পাশের ভবনের ভাড়াটিয়া নাজনীন আক্তার (২৫) ও তার মেয়ে নাওশীন তারান্নুম (৫) এবং গ্যাস মিস্ত্রী সুমন (৪০)। 

দগ্ধ শফিকুলের ভাই রফিকুল ইসলাম জানান, মিরপুর ১১ নম্বর সেকশনের ১১ নম্বর রোড, সি ব্লক, ৯ নম্বর লাইনের ছয়তলা বাড়িটি তাদের নিজেদের। বাড়ির নিচতলায় তিতাস গ্যাসের লাইন লিকেজ ছিল। দুই দিন আগেও লিকেজ মেরামত করা হয়। কিন্তু বুধবার রাত ১২টার দিকে হঠাৎ বিকট আওয়াজ করে বিস্ফোরণ হয়। এতে তারা দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। 

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন জানান, কয়েক দিন ওই বাড়িতে গ্যাস ছিল না। রাতে লাইনে হঠাৎ গ্যাসের চাপ বেড়ে যায়। এ সময় বাড়ির মালিকসহ নিজেরাই গ্যাস রাইজার পরিষ্কার করছিল। হঠাৎ করে সেটা বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে সাতজন দগ্ধ হয়। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিভিয়ে ফেলে। ঘটনার বিস্তারিত আরও জানার চেষ্টা চলছে। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত