আলসারের যন্ত্রণায় কাতর বৃদ্ধ শ্রমিকের ‘আত্মহত্যা’
দশ থেকে বারো বছর ধরে আলসার, পেটে ব্যথাসহ বিভিন্ন রোগে ভুগছিল দিনমজুর রব্বানী শেখ (৪৮)। অনেক অর্থ ও সময় ব্যয় করে অনেক ডাক্তার দেখিয়েছেন, করেছেন পরীক্ষা-নিরীক্ষা। তবুও মুক্তি মেলেনি রোগশোক থেকে। তাই ক্ষোভে আম...