Ajker Patrika

কুমারখালীতে ৭০০ লিটার তেল জব্দ, জরিমানা ১৫ হাজার

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুমারখালীতে ৭০০ লিটার তেল জব্দ, জরিমানা ১৫ হাজার

কুষ্টিয়ার কুমারখালীতে অভিযান চালিয়ে একটি দোকান থেকে প্রায় ৭০০ লিটার প্যাকেটকৃত সয়াবিন তেল জব্দ করা হয়েছে। আজ বুধবার দুপুরে পৌরসভার বড় জামে মসজিদ গলির বাদশা স্টোরে অভিযান চালিয়ে এই তেল জব্দ করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

তেল মজুত করার অপরাধে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দকৃত তেল মাইকিং করে উপস্থিত জনতার নিকট ১৬০ টাকা লিটার দরে বিক্রি করা হয়। 

জানা গেছে, তেল মজুত আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাদশা স্টোরের গুদামে অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে গুদাম থেকে পূর্বে ক্রয়কৃত প্রায় ৭০০ লিটার প্যাকেটকৃত সয়াবিন তেল জব্দ করা হয়। তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করার অপরাধে দোকান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত তেল বড় মসজিদ গলি এলাকার জনসাধারণের মাঝে প্রচারের মাধ্যমে ১৬০ টাকা লিটার বিক্রি করা হয়। 

কুমারখালীতে জব্দকৃত সয়াবিন তেল ১৬০ টাকা লিটারে বিক্রি করা হয়। ছবি: আজকের পত্রিকাএ তথ্য নিশ্চিত করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাদশা স্টোরের গুদাম থেকে ৭০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল ১৬০ টাকা লিটার দরে উপস্থিত জনগণের কাছে বিক্রি করা হয়। তিনি আরও বলেন, তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করার অপরাধে দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত