কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে পুকুরপাড়ে দাঁড়িয়ে ফোনে কথা বলার সময় সাপের কামড়ে মতিয়ার রহমান (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে কয়েকঘণ্টা কবিরাজের কাছে বৃথা চিকিৎসা দেওয়া হয়।
নিহত মতিয়ার রহমান উপজেলার নন্দনালপুর ইউনিয়নের পুটিয়া গ্রামের মৃত এস এম আলীর ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।
নিহতের পরিবার ও পুলিশ বলছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মতিয়ার পাশের বাড়ির হায়দার আলীর পুকুর পাড়ে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় তাঁর পায়ে সাপে কামড় দিলে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। পরে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা ছুটে এসে মতিয়ারকে উদ্ধার করে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজ কয়েক ঘণ্টা চেষ্টা করেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই জাকিরুল ইসলাম বলেন, ‘মতিয়ার রাতে পুকুরপাড়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। এ সময় তাঁর পায়ে হঠাৎ কিছু একটা পোকা-কামড় দেয়। কামড়ে সে চিৎকার শুরু করলে আমরা ছুটে যাই। প্রথমে তাঁকে স্থানীয় কবিরাজ বাড়ি নিয়ে বাঁচানোর চেষ্টা করি। সেখানে অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, সাপের কামড়ে একজন দিনমজুরের মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়ার কুমারখালীতে পুকুরপাড়ে দাঁড়িয়ে ফোনে কথা বলার সময় সাপের কামড়ে মতিয়ার রহমান (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে কয়েকঘণ্টা কবিরাজের কাছে বৃথা চিকিৎসা দেওয়া হয়।
নিহত মতিয়ার রহমান উপজেলার নন্দনালপুর ইউনিয়নের পুটিয়া গ্রামের মৃত এস এম আলীর ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।
নিহতের পরিবার ও পুলিশ বলছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মতিয়ার পাশের বাড়ির হায়দার আলীর পুকুর পাড়ে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় তাঁর পায়ে সাপে কামড় দিলে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। পরে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা ছুটে এসে মতিয়ারকে উদ্ধার করে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজ কয়েক ঘণ্টা চেষ্টা করেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই জাকিরুল ইসলাম বলেন, ‘মতিয়ার রাতে পুকুরপাড়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। এ সময় তাঁর পায়ে হঠাৎ কিছু একটা পোকা-কামড় দেয়। কামড়ে সে চিৎকার শুরু করলে আমরা ছুটে যাই। প্রথমে তাঁকে স্থানীয় কবিরাজ বাড়ি নিয়ে বাঁচানোর চেষ্টা করি। সেখানে অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, সাপের কামড়ে একজন দিনমজুরের মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। তারা মিছিল ও সমাবেশ থেকে আওয়ামী লীগসহ এর সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার আগে প্রায় ৫ কেজির একটি মৃত কাতলা মাছ উদ্ধার করেছেন স্থানীয়রা। রোববার বেলা তিনটার দিকে হাটহাজারী উপজেলার মাদার্শার মুন্সিমাঝির ঘাটের পাশে নদীতে মৃত কাতলা মাছ ভাসতে দেখে এটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন স্থানীয় ডিম সংগ্রহকারী রোসাঙ্গীর আলম ও মোহাম্মদ আনোয়ার।
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু থেকে ঝাঁপ দিয়ে এক যুবক নিখোঁজ রয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিখোঁজ ওই যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
৩ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানজট ও শব্দদূষণ কমানো এবং টেকসই পরিবেশবান্ধব শাটল সার্ভিস চালুর দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীদের একটি দল। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
৩ ঘণ্টা আগে