কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাব্বির হোসেন (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অপর মোটরসাইকেলের চালকসহ আরও দুই আরোহী।
বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের লালন বাজার-পান্টি সড়কের জোতমোড়া স্কুল পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
সাব্বির হোসেন উপজেলার বাগুলাট ইউনিয়নের নাতুরিয়া গ্রামের আলী হোসেনের ছেলে। স্থানীয় একটি কলেজের অনার্স (সম্মান) প্রথম বর্ষের ছাত্র তিনি। আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া ৮টার দিকে সাব্বির হোসেন মোটরসাইকেল যোগে যদুবয়রা ইউনিয়নের জয়বাংলা বাজার থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। অন্য একটি মোটরসাইকেলে তিনজন আরোহী জয়বাংলা বাজারের দিকে যাচ্ছিলেন। জোতমোড়া স্কুলপাড়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের স্থানীয়রা কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়া হলে সাব্বির হোসেনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
জানা গেছে, মোটরসাইকেলটি স্কুলপাড়া এলাকার বাবলু ফরায়েজির হেফাজতে রয়েছে।
এ বিষয়ে নিহতের ফুফাতো ভাই ও জোতমোড়া গ্রামের বাসিন্দা মাসুম বিল্লা বলেন, ‘সাব্বির রাতে জয়বাংলা থেকে বাড়ির দিকে যাচ্ছিল। স্কুলপাড়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে। আমরা মাইক্রোবাসে করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়েছি। সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।’
মাইক্রোবাসের চালক হাবিল বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তিনজন আহত হয়ে পড়ে ছিল। স্থানীয়রা আমার গাড়িতে তুলে দেয়। আমি কুষ্টিয়া সদর হাসপাতালে দিয়ে আসি। তবে তাঁদের নাম ঠিকানা জানি না।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।’
হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানা গেছে, হাসপাতালে আসার আগেই সাব্বিরের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়ার কুমারখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাব্বির হোসেন (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অপর মোটরসাইকেলের চালকসহ আরও দুই আরোহী।
বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের লালন বাজার-পান্টি সড়কের জোতমোড়া স্কুল পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
সাব্বির হোসেন উপজেলার বাগুলাট ইউনিয়নের নাতুরিয়া গ্রামের আলী হোসেনের ছেলে। স্থানীয় একটি কলেজের অনার্স (সম্মান) প্রথম বর্ষের ছাত্র তিনি। আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া ৮টার দিকে সাব্বির হোসেন মোটরসাইকেল যোগে যদুবয়রা ইউনিয়নের জয়বাংলা বাজার থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। অন্য একটি মোটরসাইকেলে তিনজন আরোহী জয়বাংলা বাজারের দিকে যাচ্ছিলেন। জোতমোড়া স্কুলপাড়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের স্থানীয়রা কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়া হলে সাব্বির হোসেনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
জানা গেছে, মোটরসাইকেলটি স্কুলপাড়া এলাকার বাবলু ফরায়েজির হেফাজতে রয়েছে।
এ বিষয়ে নিহতের ফুফাতো ভাই ও জোতমোড়া গ্রামের বাসিন্দা মাসুম বিল্লা বলেন, ‘সাব্বির রাতে জয়বাংলা থেকে বাড়ির দিকে যাচ্ছিল। স্কুলপাড়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে। আমরা মাইক্রোবাসে করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়েছি। সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।’
মাইক্রোবাসের চালক হাবিল বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তিনজন আহত হয়ে পড়ে ছিল। স্থানীয়রা আমার গাড়িতে তুলে দেয়। আমি কুষ্টিয়া সদর হাসপাতালে দিয়ে আসি। তবে তাঁদের নাম ঠিকানা জানি না।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।’
হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানা গেছে, হাসপাতালে আসার আগেই সাব্বিরের মৃত্যু হয়েছে।
রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজার পার্কের পাশ থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৪ মে) সকাল ৮টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে আইনিপ্রক্রিয়া শেষে দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
১ ঘণ্টা আগেঠাকুরগাঁওয়ের সেনুয়া ব্রিজ এলাকায় সুপ্রিয় জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার বিকেলে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুনে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রোববার (৪ মে) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় হাসনাত আবদুল্লাহর গাড়ির একটি কাচ ভেঙে যায়।
১ ঘণ্টা আগেসিলেট বিভাগে গত এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। এপ্রিল মাসে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে ৪২ জন। আজ রোববার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
২ ঘণ্টা আগে