পাকা সড়কে হাঁটুকাদা
মনিরামপুর-কপালিয়া সড়কের সংস্কারকাজ শুরু হয়েছিল দুই বছর আগে। ২১ কিলোমিটার সড়কটির সব অংশে কার্পেটিং ও ঢালাইয়ের কাজ হয়েছে। তবে ফেলে রাখা হয়েছে নেহালপুর বাজারের প্রায় ২৩৭ মিটার রাস্তা। ওই অংশের খোয়া ও পিচের কাজ না হওয়ায় বর্ষায় কাদা পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কাদায় আটকে যাচ্ছে পিকআপ। উল্টে পড়ছে