Ajker Patrika

পাকা সড়কে হাঁটুকাদা

পাকা সড়কে হাঁটুকাদা

মনিরামপুর-কপালিয়া সড়কের সংস্কারকাজ শুরু হয়েছিল দুই বছর আগে। ২১ কিলোমিটার সড়কটির সব অংশে কার্পেটিং ও ঢালাইয়ের কাজ হয়েছে।

তবে ফেলে রাখা হয়েছে নেহালপুর বাজারের প্রায় ২৩৭ মিটার রাস্তা। ওই অংশের খোয়া ও পিচের কাজ না হওয়ায় বর্ষায় কাদা পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কাদায় আটকে যাচ্ছে পিকআপ। উল্টে পড়ছে ভ্যান ইজিবাইক।

গতকাল রোববার সকালে এক দুধ বিক্রেতার কন্টিনারে দুধভর্তি ভ্যান উল্টে অনেক দুধ পড়ে কাদায় মিশে গেছে।

গেল দুই বছর ধরে সড়কটিতে চলাচলকারীরা এভাবে চরম ভোগান্তিতে রয়েছেন। ভোগান্তির শিকার হচ্ছেন বাজারের ক্রেতা-বিক্রেতারা।

৩৩ কোটি টাকা ব্যয়ে রাস্তাটি প্রশস্তের কাজ শুরু হয় দুই বছর আগে। রাস্তার দুধারে মাটি ফেলে উঁচু করে পাঁচ মিটার চওড়া রাস্তার কাজ শেষ হয়েছে ছয় মাস আগে। কিন্তু নেহালপুর বাজারের মূল অংশে কাজ না করে ফেলে রাখা হয়েছে।

মনিরামপুর সদরের সঙ্গে পূর্ব এলাকার লাখেরও বেশি মানুষের যোগাযোগের একমাত্র সড়ক এটি। উপজেলার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ বাজার নেহালপুর। সপ্তাহে দুদিন সোম ও বৃহস্পতিবার এখানে হাট বসে।

নেহালপুর বাজার এলাকার সোহরাব হোসেন বলেন, ‘বৃষ্টিতে রাস্তায় পানি জমে হাঁটু কাদা হয়েছে। চলাচলে ভোগান্তি হচ্ছে।’

রাস্তা সংস্কারের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের ব্রাদার অ্যান্ড মোজাহার এন্টারপ্রাইজের প্রকল্প ব্যবস্থাপক মতিয়ার রহমান বলেন, ‘নেহালপুর বাজারের ১৫০ মিটার রাস্তার ঢালাই না পিচের কাজ হবে তা নিয়ে সিদ্ধান্তহীনতা ছিল।’

মতিয়ার রহমান বলেন, ‘অবশেষে ঢালাইয়ের সিদ্ধান্ত হয়েছে। ঈদের ছুটির কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি। সোমবার (আজ) থেকে কাজ শুরু হবে।’

মতিয়ার রহমান বলেন, ‘এই অংশের কাজ হলেও ওই অঞ্চলের মানুষের ভোগান্তি শেষ হচ্ছে না। নেহালপুর বাজারের অংশে একটি ভাঙা সেতু রয়েছে। সেতুসহ ওই সড়কের ৮৭ মিটারের ঢালাইয়ের কাজ অন্য ঠিকাদারের। সেই অংশের কাজের এখনো অনুমোদন হয়নি।’

সড়কটির সংস্কারকাজ দেখভালের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী গাউসুল আজম বলেন, ‘নেহালপুর বাজারে শ্রী নদীর ওপর একটি সেতু রয়েছে। সেতুসহ ৮৭ 
মিটার রাস্তার কাজের এখনো অনুমোদন মেলেনি। বর্ষার মৌসুমে সেতুর কাজ শুরু হচ্ছে না। এ ছাড়া বাজারের ১৫০ মিটার ঢালাইয়ের কাজের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে। তাঁরা দ্রুত কাজ শুরু করবেন।’

মনিরামপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী সানাউল হক বলেন, ‘নেহালপুর বাজারের অংশের রাস্তায় কার্পেটিং না হয়ে ঢালাই হবে।

কাজের অনুমোদনের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অনুমোদন পেলে কাজ শুরু হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত