সংঘর্ষের ঘটনার পর মানুষশূন্য চরপাড়া গ্রাম
আধিপত্য বিস্তারে হত্যা, হামলা, মামলা, সংঘর্ষ ও গ্রেপ্তারের ভয়ে কুষ্টিয়ার কুমারখালীর সদকী ইউনিয়নের চরপাড়া গ্রাম এখন মানুষশূন্য। থমথমে পরিবেশ বিরাজ করছে পুরো এলাকায়। আতঙ্কে পালিয়ে গেছে একমাত্র জামে মসজিদের ইমাম ও মোয়াজ্জেম। ভাঙা ঘরবাড়ি ও অবশিষ্ট মালামালের পাহারা দিচ্ছেন পুলিশ।