‘দুধের নহর বইলেও লোকসান দিয়ে খামার টিকিয়ে রেখেছি’
রংপুর নগরীর মাহিগঞ্জ রঘু বাজার এলাকার গরুর খামারি জামাল উদ্দিন। তিনি ১০টি গাভিতে প্রতিদিন গড়ে ১২০ লিটার দুধ পান। গাভিগুলোকে খড়, ভুসি, কাঁচা ঘাসসহ বিভিন্ন খাবার খাওয়াতে তাঁর প্রতিদিন ৬ হাজার ৫০০ টাকা খরচ হয়। প্রতি লিটার দুধ ৪৮ টাকা কেজি দরে বিক্রি করে পান ৫ হাজার ৭৬০ টাকা। এতে প্রতিদিন তাকে লোকসান গু