রংপুর প্রতিনিধি
রংপুরের তারাগঞ্জে ট্রাক ও অ্যাম্বুলেন্সের চাপায় নিহতের সংখ্যা বেড়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। নিহত সবার বাড়ি তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত বালাপাড়া, ভবানীগঞ্জ ও পাতিলভাঙ্গা গ্রামে।
সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের নেংটিছেড়া এলাকায় অ্যাম্বুলেন্স-ইজিবাইক-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। তারাগঞ্জ হাট শেষে নিহতরা ইজিবাইকযোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ ঘটনার পর মহাসড়কের দুই ধারে ৩০ মিনিট শত শত যানবাহন আটকা পড়ে।
নিহত পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত হয়েছে। নিহতরা হলেন আলমপুর ইউনিয়নের পাতিলভাঙ্গা গ্রামের খাদেমুল ইসলাম (৩৮), শেরমস্ত ভবানীগঞ্জ গ্রামের শহির উদ্দিন, শেরমস্ত বালাপাড়া গ্রামের হাবিবুল্লাহ (৪৫), আজানুর রহমান (৩৬)। আহত একজনের নাম কোনা মিয়া। তাঁর বাড়িও শেরমস্ত গ্রামে।
আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়ি তাঁর ইউনিয়নের পাশাপাশি তিনটি গ্রামে। নিহতরা সবাই দিনমজুর-কৃষক। সোমবার সাপ্তাহিক হাটে তাঁরা কেউ বাজার করতে, কেউ হাটে দিনমজুরির কাজে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁরা মারা যান। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তারাগঞ্জ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ইজিবাইকটি সৈয়দপুরের দিকে যাচ্ছিল। মহাসড়কের নেংটিছেড়া সেতুর কাছে পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা চারজন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন আরও দুজন। তারাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে পথে আরও একজন মারা যান।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে তাঁরা উদ্ধার কার্যক্রম চালান। অ্যাম্বুলেন্সর চালক অ্যাম্বুলেন্স রেখে এবং ট্রাকসহ ট্রাকের চালক পালিয়েছেন। রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া বলেন, ‘একটি সড়ক দুর্ঘটনা পরিবারকে নিঃস্ব করে দেয়। আজকের সড়ক দুর্ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মাহত। নিহতদের পরিচয় শনাক্তের পর জেলা প্রশাসকের তহবিল থেকে প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হবে।’
রংপুরের তারাগঞ্জে ট্রাক ও অ্যাম্বুলেন্সের চাপায় নিহতের সংখ্যা বেড়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। নিহত সবার বাড়ি তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত বালাপাড়া, ভবানীগঞ্জ ও পাতিলভাঙ্গা গ্রামে।
সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের নেংটিছেড়া এলাকায় অ্যাম্বুলেন্স-ইজিবাইক-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। তারাগঞ্জ হাট শেষে নিহতরা ইজিবাইকযোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ ঘটনার পর মহাসড়কের দুই ধারে ৩০ মিনিট শত শত যানবাহন আটকা পড়ে।
নিহত পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত হয়েছে। নিহতরা হলেন আলমপুর ইউনিয়নের পাতিলভাঙ্গা গ্রামের খাদেমুল ইসলাম (৩৮), শেরমস্ত ভবানীগঞ্জ গ্রামের শহির উদ্দিন, শেরমস্ত বালাপাড়া গ্রামের হাবিবুল্লাহ (৪৫), আজানুর রহমান (৩৬)। আহত একজনের নাম কোনা মিয়া। তাঁর বাড়িও শেরমস্ত গ্রামে।
আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়ি তাঁর ইউনিয়নের পাশাপাশি তিনটি গ্রামে। নিহতরা সবাই দিনমজুর-কৃষক। সোমবার সাপ্তাহিক হাটে তাঁরা কেউ বাজার করতে, কেউ হাটে দিনমজুরির কাজে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁরা মারা যান। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তারাগঞ্জ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ইজিবাইকটি সৈয়দপুরের দিকে যাচ্ছিল। মহাসড়কের নেংটিছেড়া সেতুর কাছে পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা চারজন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন আরও দুজন। তারাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে পথে আরও একজন মারা যান।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে তাঁরা উদ্ধার কার্যক্রম চালান। অ্যাম্বুলেন্সর চালক অ্যাম্বুলেন্স রেখে এবং ট্রাকসহ ট্রাকের চালক পালিয়েছেন। রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া বলেন, ‘একটি সড়ক দুর্ঘটনা পরিবারকে নিঃস্ব করে দেয়। আজকের সড়ক দুর্ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মাহত। নিহতদের পরিচয় শনাক্তের পর জেলা প্রশাসকের তহবিল থেকে প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হবে।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৪ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৫ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৭ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৮ ঘণ্টা আগে