বঁটি দিয়ে সবজি কাটলেন পুরুষেরা, বিচারক নারীরা
সারি সারি করে সাজানো সবজি কাটার জন্য বঁটি। তার পাশে রাখা হয়েছে আলু, পটোল, শসা, আমড়া ও কলা। নির্ধারিত পাঁচ মিনিটের মধ্যে পুরুষেরা সবজি কাটবেন। আর সেরা বিচার করবেন নারীরা। এমন ব্যতিক্রম আয়োজন দেখতে জড়ো হন নারী, পুরুষসহ উৎসুক মানুষ।