পাওনা ২০ লাখ টাকা আদায়ের দাবিতে আমরণ অনশনে গার্মেন্টসকর্মী
‘সুব্রত সরকার কতটা প্রভাবশালী যে এমপি শেখ তন্ময়, ডিসি সাহেবের সুপারিশকেও অমান্য করার ক্ষমতা রাখেন। অথচ সুব্রত নারী নির্যাতন, মাদক, চুরি, মারামারি, উত্তোলনসহ বহু মামলার আসামি। স্থানীয় প্রশাসন কেন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না? তাই কোথাও ঠাঁই না পেয়ে আমি আজ আমরণ অনশনে বসতে বাধ্য হয়েছি।’