মির্জাপুরে তরুণ আটক, ৭০০ ইয়াবা জব্দ
মির্জাপুরে ৭০০টি ইয়াবা ট্যাবলেটসহ কবির হোসেন নামের এক তরুণকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার লতিফপুর ইউনিয়নের বান্দাচালা গ্রামের উত্তরপাড়া থেকে তাঁকে আটক করে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ সাড়ে ৯ হাজার টাকা জব্দ করা হয়। তবে মিজানুর রহমান নামের অপর একজন পালিয়ে যান।