Ajker Patrika

‘ভুল’ ওষুধ সেবনে মৃত্যুর অভিযোগ

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৫: ১৬
‘ভুল’ ওষুধ সেবনে মৃত্যুর অভিযোগ

মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভুল ওষুধ সেবনে দুই সন্তানের জননীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। মৃত্যুর পর তাঁর স্বামী শাকিল মিয়া হাসপাতালের নার্সের বিরুদ্ধে ভুল ওষুধ খাওয়ার অভিযোগ তোলেন। স্ত্রীর মৃত্যুর পর শাকিলের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে।

কুমুদিনী হাসপাতাল সূত্র জানায়, করোনা উপসর্গ নিয়ে দুই সন্তানের জননী রোকেয়া বেগম (৩২) গত শনিবার রাত ১টার দিকে ওই হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে রোববার তাঁকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। রাত সাড়ে ১০টার দিকে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রোকেয়া একজন পোশাক শ্রমিক ছিলেন।

বাসাইলের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা মো. শাকিল মিয়া বলেন, ‘রোববার দুপুরে হাসপাতালের এক নার্সের সঙ্গে আমার বাগ্‌বিতণ্ডা হয়। সন্ধ্যা ৭টায় স্ত্রী রোকেয়াকে ভালো রেখে বাসায় যাই। রাতে হাসপাতাল থেকে মোবাইল ফোনে কল দিয়ে হাসপাতালে আসতে বলা হয়। দ্রুত হাসপাতালে আসি।’

শাকিল আরও বলেন, আসলে কর্তব্যরত এক নার্স আমাকে রিওয়াট একটি সিরাপ আনতে স্লিপ ধরিয়ে দেন। ফার্মেসি থেকে সিরাপটি সঙ্গে সঙ্গে এনে দিই। সিরাপটি খাওয়ানোর সঙ্গে সঙ্গে রোকেয়া মুখ বাঁকা করে মুহূর্তেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ওই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের চিকিৎসক মাসুদুর রহমান বলেন, ‘রোকেয়াকে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছিল। তাঁর চিকিৎসাও চলছিল। রোগীর পায়খানা শক্ত হলে রিওয়াট সিরাপ দেওয়া হয়। তবে রিওয়াট সিরাপ কোন চিকিৎসক দিয়েছেন আমার জানা নেই।’

জেলা সিভিল সার্জন চিকিৎসক এ এফএম সাহাব উদ্দিন বলেন, রিওয়াট সিরাপ পায়খানা শক্ত হলে নরম করার জন্য দেওয়া হয়। এই সিরাপ সেবনে রোগীর মৃত্যু হওয়ার কোনো উদাহরণ নেই। সিরাপ সেবনে বড়জোর পাতলা পায়খানা হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত