মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে এক প্রসূতির নবজাতক ছেলের বদলে মেয়েসন্তান দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার কুমুদিনী হাসপাতালের প্রসূতি বিভাগে এ ঘটনা ঘটে।
এতে জানা গেছে, মির্জাপুর উপজেলার বাঁশতৈল গ্রামের আরশাদুল ইসলামের স্ত্রী সুমাইয়া আক্তার (১৮) গত ২৬ অক্টোবর কুমুদিনী হাসপাতালে প্রসূতি বিভাগে ভর্তি হন। এর আগে কুমুদিনী হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম করা হলে চিকিৎসক ডা. পবন কুমার তাঁদের ছেলেসন্তান হবে বলে জানিয়েছেন। এ ছাড়া হালিম আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. তুপিল ও বাঁশতৈল ক্লিনিকের ডা. তারেক মাহমুদও একই রিপোর্ট দেন। পরে গত বুধবার কুমুদিনী হাসপাতালে সিজারের মাধ্যমে সুমাইয়ার ছেলেসন্তান হয় বলে হাসপাতাল থেকে জানানো হয়। এ খুশিতে পরিবার-পরিজনের মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়। কিন্তু গতকাল বৃহস্পতিবার বিকেলে এনআইসি থেকে সুমাইয়ার পরিবারের কাছে ছেলে নবজাতকের পরিবর্তে কন্যাসন্তান তুলে দেওয়া হয়। সুমাইয়া ও তাঁর পরিবার এ ঘটনা মেনে নিতে রাজি না হওয়ায় হাসপাতালে তোলপাড় শুরু হয়। এতে শারমিন আক্তার বাদী হয়ে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কুমুদিনী হাসপাতালের এজিএম (অপারেশন) অনিমেশ ভৌমিক বলেন, হাসপাতালের কাগজপত্রে সুমাইয়ার কন্যাসন্তান হয়েছে বলে জানতে পেরেছেন। যেহেতু অভিযোগ পাওয়া গেছে, সেহেতু সুমাইয়ার পরিবার ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুমাইয়ার স্বামী আরশাদুল ও বোন শারমিন অভিযোগ করেন বলেন, `আমাদের ছেলেসন্তান হয়েছে এটা নিশ্চিত। হাসপাতালের অসাধু কর্মকর্তা-কর্মচারী লোভের বশবর্তী হয়ে ছেলেসন্তান পরিবর্তন করে আমাদের কন্যাসন্তান দিয়েছে।'
মির্জাপুর থানার তদন্ত পরিদর্শক মো. গিয়াস উদ্দিন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে এক প্রসূতির নবজাতক ছেলের বদলে মেয়েসন্তান দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার কুমুদিনী হাসপাতালের প্রসূতি বিভাগে এ ঘটনা ঘটে।
এতে জানা গেছে, মির্জাপুর উপজেলার বাঁশতৈল গ্রামের আরশাদুল ইসলামের স্ত্রী সুমাইয়া আক্তার (১৮) গত ২৬ অক্টোবর কুমুদিনী হাসপাতালে প্রসূতি বিভাগে ভর্তি হন। এর আগে কুমুদিনী হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম করা হলে চিকিৎসক ডা. পবন কুমার তাঁদের ছেলেসন্তান হবে বলে জানিয়েছেন। এ ছাড়া হালিম আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. তুপিল ও বাঁশতৈল ক্লিনিকের ডা. তারেক মাহমুদও একই রিপোর্ট দেন। পরে গত বুধবার কুমুদিনী হাসপাতালে সিজারের মাধ্যমে সুমাইয়ার ছেলেসন্তান হয় বলে হাসপাতাল থেকে জানানো হয়। এ খুশিতে পরিবার-পরিজনের মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়। কিন্তু গতকাল বৃহস্পতিবার বিকেলে এনআইসি থেকে সুমাইয়ার পরিবারের কাছে ছেলে নবজাতকের পরিবর্তে কন্যাসন্তান তুলে দেওয়া হয়। সুমাইয়া ও তাঁর পরিবার এ ঘটনা মেনে নিতে রাজি না হওয়ায় হাসপাতালে তোলপাড় শুরু হয়। এতে শারমিন আক্তার বাদী হয়ে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কুমুদিনী হাসপাতালের এজিএম (অপারেশন) অনিমেশ ভৌমিক বলেন, হাসপাতালের কাগজপত্রে সুমাইয়ার কন্যাসন্তান হয়েছে বলে জানতে পেরেছেন। যেহেতু অভিযোগ পাওয়া গেছে, সেহেতু সুমাইয়ার পরিবার ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুমাইয়ার স্বামী আরশাদুল ও বোন শারমিন অভিযোগ করেন বলেন, `আমাদের ছেলেসন্তান হয়েছে এটা নিশ্চিত। হাসপাতালের অসাধু কর্মকর্তা-কর্মচারী লোভের বশবর্তী হয়ে ছেলেসন্তান পরিবর্তন করে আমাদের কন্যাসন্তান দিয়েছে।'
মির্জাপুর থানার তদন্ত পরিদর্শক মো. গিয়াস উদ্দিন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। যদিও অভিযুক্ত বিএনপি নেতা ওবায়েদ পাঠান বলছেন, তিনি কখনো অস্ত্র ছুঁয়েও দেখেননি।
১ ঘণ্টা আগে