পোকার আক্রমণে বিবর্ণ ধান
টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিস্তীর্ণ এলাকায় বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণে আমন ধানখেত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে বিবর্ণ হচ্ছে কৃষকের স্বপ্নের সোনালি ধান। উপজেলার পঁচিশা, হাসনই, দক্ষিণ পঁচিশা, লোকদেও, আম্বাড়িয়াসহ মধুপুরের বিভিন্ন গ্রামের খেতে গাছ ফড়িংয়ের উপদ্রব দেখা দিয়েছে।