Ajker Patrika

মধুপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু 

মধুপুর প্রতিনিধি
আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২১: ১৫
মধুপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু 

টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের মমিনপুর এলাকায় বৃহস্পতিবার সকালে ইয়াসমিন (১৯) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। কে বা কারা তাকে খুন করেছেন তা এখনো জানা যায়নি। তবে ইয়াসমিনের খুনের সন্দেহে তাঁর স্বামী নুরুন্নবীকে আটক করেছে পুলিশ। 

মেয়ের চাচা জুলহাস উদ্দিন জানান, কুড়াগাছা ইউনিয়নের ধরাটি গ্রামের হাসু মিয়ার ছেলে নুরুন্নবীর সঙ্গে পারিবারিকভাবে ইয়াসমিনের বিয়ে হয়। মেয়ে শ্যামলা ও খাটো হওয়ায় বিয়ের কিছুদিন পর থেকেই শ্বশুর বাড়ির লোকজন তাঁকে নানাভাবে নির্যাতন করত। 

গত এক বছর আগে ইয়াসমিনের একটি ছেলে সন্তান হওয়ায় পর থেকে তাঁর এই অশান্তি দূর হয়। তারপর থেকে আর কখনো ঝগড়ার খবর পাইনি আমরা। আজ বেলা এগারোটার দিকে লোকমুখে সংবাদ পাই কে বা কারা তাঁকে ধরাটি টানপাহাড় এলাকায় জলপাই গাছের নিচে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে রেখেছে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ইয়াসমিনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ইয়াসমিনের শাশুড়ি নূরজাহান বেগম জানান, আমাদের সঙ্গে ইয়াসমিনের কখনো কোনো মনোমালিন্য হয়নি। আমাদের নতুন বাড়িতে কাজ চলছে। আমি সেখানে ছিলাম। ছেলের বউ একাই বাড়িতে ছিল। কখন কীভাবে কেন এমন ঘটনা ঘটল আমি তা কিছুই জানি না। 

এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন ও দ্বিতীয় কর্মকর্তা আব্বাস উদ্দিনের নেতৃত্বে একটি তদন্ত দল খুনের রহস্য উদ্‌ঘাটনে মাঠে নেমেছেন। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত