Ajker Patrika

মধুপুরে ভ্যান চালকের রহস্যজনক মৃত্যু 

মধুপুর প্রতিনিধি
মধুপুরে ভ্যান চালকের রহস্যজনক মৃত্যু 

মধুপুরে চাঁন মিয়া নামের এক ভ্যান চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সকালে ওই ভ্যান চালকের মরদেহ উপজেলার কুড়ালিয়ার কামারচালা খালের ব্রিজে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

নিহত চাঁন মিয়া কামারচালা গ্রামের মৃত জুব্বার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁন মিয়া প্রায় ৬ / ৭ বছর আগে পলাইআটা গ্রামের ওহাদ আলীর নিকট থেকে ১শ পাঁচ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছেন। সম্প্রতি ওহাদ আলীর ছেলে হেলাল উদ্দিন মেম্বারের সঙ্গে ওই জমি নিয়ে বিরোধ দেখা দেয়। বুধবার ভোরে মলকা খালের উপর ধলপুর পলাইআটা সংযোগ সেতুতে চাঁন মিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাম্মদ আলী জানান, মঙ্গলবার রাতে ভ্যান চালক চাঁন মিয়া ও তাঁর স্ত্রী ফাতেমা অভিযোগ করে বলেন, ৮ নং ওয়ার্ডের মেম্বার হেলাল উদ্দিন ক্রয়কৃত জায়গা ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। হেলাল মেম্বার তাঁর বাবার কাছ থেকে জায়গাটি লিখে নিয়েছেন বলে দাবি করে জমি ছাড়ার হুমকিও দিয়েছেন তাদের।

তিনি আরও জানানা, আমি ঘটনাস্থলে গিয়ে চাঁন মিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। তাঁর গলায় বেড়ার কাজে ব্যবহৃত জাল প্যাঁচানো আর পা দুটো গামছা দিয়ে বাঁধা ছিল। আত্মহত্যা করে থাকলে পা বাঁধা থাকার কথা নয়। ব্রিজের উপরে তাঁর ভ্যানটিও রাখা ছিল।

এ দিকে ৮ নং ওয়ার্ডের সদস্য হেলাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি তাঁর বিরুদ্ধে উঠা অভিযোগ ষড়যন্ত্র বলে অভিহিত করেন। 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, রাতের আঁধারে কখন কি ভাবে এমন ঘটনা ঘটেছে তা তদন্তে বেড়িয়ে আসবে। ময়নাতদন্তের পর বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত