পশুর চামড়ায় ১৯৫ টাকা বিনিয়োগে পেলেন ১০০ টাকা
অসুস্থ শরীর নিয়ে তিনি এসেছিলেন হাটে। মুজিবুর জানান, পাইকাররা তাঁর চামড়ার দাম বলেছেন ১০০ টাকা। তিনি চামড়াগুলো কিনেছেন ১০০ টাকা দিয়ে। লবণে খরচ হয়েছে ৩০ টাকা। বাড়ি থেকে আনতে অটোরিকশা ভাড়া লেগেছে ২৫ টাকা। এখন খাজনা দিতে হবে ৪০ টাকা।