Ajker Patrika

ঘাটাইলে দুই দিনে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে চুরি

প্রতিনিধি
আপডেট : ২৩ মে ২০২১, ১৬: ১৩
ঘাটাইলে দুই দিনে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে চুরি

ঘাটাইল (টাঙ্গাইল): ঘাটাইলে দুই দিনে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে গতকাল শনিবার দিবাগত রাতেই দুটি প্রতিষ্ঠানের মালামাল ও নগদ টাকা চুরি যায়। বর্তমানে চুরি ঠেকাতে পাহারা বসিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার পাকুটিয়া স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত একাডেমিক ভবনে চুরির ঘটনা ঘটে। কলেজের অধ্যক্ষ জীবুন নেছা বলেন, ভবন থেকে প্রায় দেড় লাখ টাকার বাথরুম ফিটিংসের মালামাল চুরি গেছে। লকডাউনের কারণে প্রতিষ্ঠান অধিকাংশ সময় ফাঁকা থাকে। সে কারণেই চোরের উৎপাত বেড়ে গেছে।

অধ্যক্ষ আরও বলেন, চুরি ঠেকাতে কলেজ কর্তৃপক্ষ শিক্ষক-কর্মচারীদের সমন্বয়ে রাত্রিকালীন পাহারার ব্যবস্থা করেছে। প্রতিরাতে একজন শিক্ষক এবং একজন কর্মচারী পাহারা দেন।

ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, লকডাউনের মধ্যে ঘাটাইল উপজেলার একাধিক মাধ্যমিক স্কুলে চুরির ঘটনা ঘটেছে। গত ২০ মে রাতে কুশারিয়া উচ্চবিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে একটি ল্যাপটপ ও নগদ প্রায় ৬৫ হাজার টাকা নিয়ে যায়। গতকাল শনিবার উপজেলার দারগআলী নগর সুন্দইল উচ্চবিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। এ সময় চোর বিদ্যালয়ের সাতটি সিলিং ফ্যান নিয়ে যায়। অফিস কক্ষে পাহারাদার থাকায় চোর সেখানে প্রবেশ করতে পারেনি।

শিক্ষা কর্মকর্তা আরও বলেন, করোনার কারণে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াত কমে যাওয়ায় নির্জনতা বিরাজ করছে। এ কারণে চুরির ঘটনা বাড়ছে। এরই মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি যাতে চুরি ঠেকানো যায়।

এ ব্যাপারে ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত করে নিরাপত্তা জোরদার করেছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত