মোহাম্মদ কামাল হোসেন, ঘাটাইল (টাঙ্গাইল)
ঘাটাইলে পাখিদের জন্য দুটি ‘পাখি পল্লি’ প্রতিষ্ঠা করেছে ‘উদ্দীপন’ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। পাখি পল্লি দুটি প্রতিষ্ঠা করা হয়েছে উপজেলার উত্তর জামুরিয়া ও ফতেরপাড়া গ্রামে। উদ্দীপনের কর্মকর্তারা বলছেন, এর ফলে এ এলাকায় পাখির সংখ্যা বৃদ্ধি পাবে যা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখবে।
উত্তর জামুরিয়া গ্রামে ফরেস্টারের ভিটার দক্ষিণ পাশে একটি পল্লি স্থাপন করা হয়েছে। গাছ-পালা ও জঙ্গলে ভরা এই ভিটাটির আয়তন প্রায় চার বিঘা। সরেজমিনে গিয়ে দেখা যায়, এখানে বড় বড় প্রায় পঞ্চাশটি গাছ আছে। প্রতিটি গাছের উঁচু ডালে মাটির হাঁড়ি বেঁধে দেওয়া হয়েছে। বেশ কিছু ঘুঘু ও শালিক পাখিকে হাঁড়িগুলোতে বসতে দেখা গেছে। এ ছাড়া চেনা-অচেনা অনেকগুলো পাখিকে ভিটার আশে পাশে ওড়াউড়ি করতে দেখা যায়।
এই পাখি পল্লির পাশে রেখা বেগমের (৫৫) বাড়ি। রেখা বলেন, স্যারেরা হাঁড়ি বাইন্দা রাখছে। পাখিগুলোর দিকে আমাগো খেয়াল রাখতে বলেছে। কাজটা ভালো হয়েছে বলে রেখা জানান। এ গ্রামের আরেক বাসিন্দা আলামিন হোসেন (২৭) বলেন, এভাবে সবাই যদি পাখির যত্ন নিত তাহলে বেশ ভালো হতো।
ভিটার মালিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মতিউর রহমান বলেন, যখন শুনলাম পাখি সংরক্ষণের জন্য ওনারা (উদ্দীপনের কর্মকর্তারা) আমাদের ভিটায় পাখি পল্লী প্রতিষ্ঠা করতে চান তখন একবাক্যে রাজি হয়ে যাই। এ ধরনের উদ্যোগে আমি খুব খুশি হয়েছি। পাশের ভিটার মালিক একই গ্রামের সাইফুল ইসলাম বলেন, কর্মকর্তারা চাইলে আমার ভিটাতেও পাখি পল্লি প্রতিষ্ঠা করতে পারেন।
পাখি পল্লি সম্পর্কে জানতে চাইলে উদ্দীপনের ঘাটাইল শাখার ব্যবস্থাপক মো. রাজ্জাক হোসাইন আজকের পত্রিকাকে বলেন, নানা কারণে পাখির থাকার জায়গা সংকুচিত হয়ে যাচ্ছে। আমরা গ্রামীণ বনগুলোতে পাখি পল্লি প্রতিষ্ঠা করে পাখির আবাসস্থল সম্প্রসারিত করার চেষ্টা করছি। সেই সঙ্গে গ্রামীণ জনসাধারণের মধ্যে এ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি।
পাখি পল্লির ধারণা সম্পর্কে জানতে চাইলে ঘাটাইলের পাখি প্রেমিক ও শৌখিন ফটোগ্রাফার খাদেমুল মামুন বলেন, শুধু পাখিদের থাকার জন্য হাঁড়ি বাঁধলে হবে না। গ্রামের মানুষকে পাখি সংরক্ষণের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। কমিউনিটি ভিত্তিক সচেতনতা সৃষ্টি হলেই কেবল এ ধরনের উদ্যোগ টেকসই ও সফল হবে।
ঘাটাইলে পাখিদের জন্য দুটি ‘পাখি পল্লি’ প্রতিষ্ঠা করেছে ‘উদ্দীপন’ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। পাখি পল্লি দুটি প্রতিষ্ঠা করা হয়েছে উপজেলার উত্তর জামুরিয়া ও ফতেরপাড়া গ্রামে। উদ্দীপনের কর্মকর্তারা বলছেন, এর ফলে এ এলাকায় পাখির সংখ্যা বৃদ্ধি পাবে যা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখবে।
উত্তর জামুরিয়া গ্রামে ফরেস্টারের ভিটার দক্ষিণ পাশে একটি পল্লি স্থাপন করা হয়েছে। গাছ-পালা ও জঙ্গলে ভরা এই ভিটাটির আয়তন প্রায় চার বিঘা। সরেজমিনে গিয়ে দেখা যায়, এখানে বড় বড় প্রায় পঞ্চাশটি গাছ আছে। প্রতিটি গাছের উঁচু ডালে মাটির হাঁড়ি বেঁধে দেওয়া হয়েছে। বেশ কিছু ঘুঘু ও শালিক পাখিকে হাঁড়িগুলোতে বসতে দেখা গেছে। এ ছাড়া চেনা-অচেনা অনেকগুলো পাখিকে ভিটার আশে পাশে ওড়াউড়ি করতে দেখা যায়।
এই পাখি পল্লির পাশে রেখা বেগমের (৫৫) বাড়ি। রেখা বলেন, স্যারেরা হাঁড়ি বাইন্দা রাখছে। পাখিগুলোর দিকে আমাগো খেয়াল রাখতে বলেছে। কাজটা ভালো হয়েছে বলে রেখা জানান। এ গ্রামের আরেক বাসিন্দা আলামিন হোসেন (২৭) বলেন, এভাবে সবাই যদি পাখির যত্ন নিত তাহলে বেশ ভালো হতো।
ভিটার মালিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মতিউর রহমান বলেন, যখন শুনলাম পাখি সংরক্ষণের জন্য ওনারা (উদ্দীপনের কর্মকর্তারা) আমাদের ভিটায় পাখি পল্লী প্রতিষ্ঠা করতে চান তখন একবাক্যে রাজি হয়ে যাই। এ ধরনের উদ্যোগে আমি খুব খুশি হয়েছি। পাশের ভিটার মালিক একই গ্রামের সাইফুল ইসলাম বলেন, কর্মকর্তারা চাইলে আমার ভিটাতেও পাখি পল্লি প্রতিষ্ঠা করতে পারেন।
পাখি পল্লি সম্পর্কে জানতে চাইলে উদ্দীপনের ঘাটাইল শাখার ব্যবস্থাপক মো. রাজ্জাক হোসাইন আজকের পত্রিকাকে বলেন, নানা কারণে পাখির থাকার জায়গা সংকুচিত হয়ে যাচ্ছে। আমরা গ্রামীণ বনগুলোতে পাখি পল্লি প্রতিষ্ঠা করে পাখির আবাসস্থল সম্প্রসারিত করার চেষ্টা করছি। সেই সঙ্গে গ্রামীণ জনসাধারণের মধ্যে এ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি।
পাখি পল্লির ধারণা সম্পর্কে জানতে চাইলে ঘাটাইলের পাখি প্রেমিক ও শৌখিন ফটোগ্রাফার খাদেমুল মামুন বলেন, শুধু পাখিদের থাকার জন্য হাঁড়ি বাঁধলে হবে না। গ্রামের মানুষকে পাখি সংরক্ষণের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। কমিউনিটি ভিত্তিক সচেতনতা সৃষ্টি হলেই কেবল এ ধরনের উদ্যোগ টেকসই ও সফল হবে।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২২ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২৭ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩২ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে