মোহাম্মদ কামাল হোসেন, ঘাটাইল (টাঙ্গাইল)
ঘাটাইলে পাখিদের জন্য দুটি ‘পাখি পল্লি’ প্রতিষ্ঠা করেছে ‘উদ্দীপন’ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। পাখি পল্লি দুটি প্রতিষ্ঠা করা হয়েছে উপজেলার উত্তর জামুরিয়া ও ফতেরপাড়া গ্রামে। উদ্দীপনের কর্মকর্তারা বলছেন, এর ফলে এ এলাকায় পাখির সংখ্যা বৃদ্ধি পাবে যা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখবে।
উত্তর জামুরিয়া গ্রামে ফরেস্টারের ভিটার দক্ষিণ পাশে একটি পল্লি স্থাপন করা হয়েছে। গাছ-পালা ও জঙ্গলে ভরা এই ভিটাটির আয়তন প্রায় চার বিঘা। সরেজমিনে গিয়ে দেখা যায়, এখানে বড় বড় প্রায় পঞ্চাশটি গাছ আছে। প্রতিটি গাছের উঁচু ডালে মাটির হাঁড়ি বেঁধে দেওয়া হয়েছে। বেশ কিছু ঘুঘু ও শালিক পাখিকে হাঁড়িগুলোতে বসতে দেখা গেছে। এ ছাড়া চেনা-অচেনা অনেকগুলো পাখিকে ভিটার আশে পাশে ওড়াউড়ি করতে দেখা যায়।
এই পাখি পল্লির পাশে রেখা বেগমের (৫৫) বাড়ি। রেখা বলেন, স্যারেরা হাঁড়ি বাইন্দা রাখছে। পাখিগুলোর দিকে আমাগো খেয়াল রাখতে বলেছে। কাজটা ভালো হয়েছে বলে রেখা জানান। এ গ্রামের আরেক বাসিন্দা আলামিন হোসেন (২৭) বলেন, এভাবে সবাই যদি পাখির যত্ন নিত তাহলে বেশ ভালো হতো।
ভিটার মালিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মতিউর রহমান বলেন, যখন শুনলাম পাখি সংরক্ষণের জন্য ওনারা (উদ্দীপনের কর্মকর্তারা) আমাদের ভিটায় পাখি পল্লী প্রতিষ্ঠা করতে চান তখন একবাক্যে রাজি হয়ে যাই। এ ধরনের উদ্যোগে আমি খুব খুশি হয়েছি। পাশের ভিটার মালিক একই গ্রামের সাইফুল ইসলাম বলেন, কর্মকর্তারা চাইলে আমার ভিটাতেও পাখি পল্লি প্রতিষ্ঠা করতে পারেন।
পাখি পল্লি সম্পর্কে জানতে চাইলে উদ্দীপনের ঘাটাইল শাখার ব্যবস্থাপক মো. রাজ্জাক হোসাইন আজকের পত্রিকাকে বলেন, নানা কারণে পাখির থাকার জায়গা সংকুচিত হয়ে যাচ্ছে। আমরা গ্রামীণ বনগুলোতে পাখি পল্লি প্রতিষ্ঠা করে পাখির আবাসস্থল সম্প্রসারিত করার চেষ্টা করছি। সেই সঙ্গে গ্রামীণ জনসাধারণের মধ্যে এ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি।
পাখি পল্লির ধারণা সম্পর্কে জানতে চাইলে ঘাটাইলের পাখি প্রেমিক ও শৌখিন ফটোগ্রাফার খাদেমুল মামুন বলেন, শুধু পাখিদের থাকার জন্য হাঁড়ি বাঁধলে হবে না। গ্রামের মানুষকে পাখি সংরক্ষণের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। কমিউনিটি ভিত্তিক সচেতনতা সৃষ্টি হলেই কেবল এ ধরনের উদ্যোগ টেকসই ও সফল হবে।
ঘাটাইলে পাখিদের জন্য দুটি ‘পাখি পল্লি’ প্রতিষ্ঠা করেছে ‘উদ্দীপন’ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। পাখি পল্লি দুটি প্রতিষ্ঠা করা হয়েছে উপজেলার উত্তর জামুরিয়া ও ফতেরপাড়া গ্রামে। উদ্দীপনের কর্মকর্তারা বলছেন, এর ফলে এ এলাকায় পাখির সংখ্যা বৃদ্ধি পাবে যা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখবে।
উত্তর জামুরিয়া গ্রামে ফরেস্টারের ভিটার দক্ষিণ পাশে একটি পল্লি স্থাপন করা হয়েছে। গাছ-পালা ও জঙ্গলে ভরা এই ভিটাটির আয়তন প্রায় চার বিঘা। সরেজমিনে গিয়ে দেখা যায়, এখানে বড় বড় প্রায় পঞ্চাশটি গাছ আছে। প্রতিটি গাছের উঁচু ডালে মাটির হাঁড়ি বেঁধে দেওয়া হয়েছে। বেশ কিছু ঘুঘু ও শালিক পাখিকে হাঁড়িগুলোতে বসতে দেখা গেছে। এ ছাড়া চেনা-অচেনা অনেকগুলো পাখিকে ভিটার আশে পাশে ওড়াউড়ি করতে দেখা যায়।
এই পাখি পল্লির পাশে রেখা বেগমের (৫৫) বাড়ি। রেখা বলেন, স্যারেরা হাঁড়ি বাইন্দা রাখছে। পাখিগুলোর দিকে আমাগো খেয়াল রাখতে বলেছে। কাজটা ভালো হয়েছে বলে রেখা জানান। এ গ্রামের আরেক বাসিন্দা আলামিন হোসেন (২৭) বলেন, এভাবে সবাই যদি পাখির যত্ন নিত তাহলে বেশ ভালো হতো।
ভিটার মালিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মতিউর রহমান বলেন, যখন শুনলাম পাখি সংরক্ষণের জন্য ওনারা (উদ্দীপনের কর্মকর্তারা) আমাদের ভিটায় পাখি পল্লী প্রতিষ্ঠা করতে চান তখন একবাক্যে রাজি হয়ে যাই। এ ধরনের উদ্যোগে আমি খুব খুশি হয়েছি। পাশের ভিটার মালিক একই গ্রামের সাইফুল ইসলাম বলেন, কর্মকর্তারা চাইলে আমার ভিটাতেও পাখি পল্লি প্রতিষ্ঠা করতে পারেন।
পাখি পল্লি সম্পর্কে জানতে চাইলে উদ্দীপনের ঘাটাইল শাখার ব্যবস্থাপক মো. রাজ্জাক হোসাইন আজকের পত্রিকাকে বলেন, নানা কারণে পাখির থাকার জায়গা সংকুচিত হয়ে যাচ্ছে। আমরা গ্রামীণ বনগুলোতে পাখি পল্লি প্রতিষ্ঠা করে পাখির আবাসস্থল সম্প্রসারিত করার চেষ্টা করছি। সেই সঙ্গে গ্রামীণ জনসাধারণের মধ্যে এ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি।
পাখি পল্লির ধারণা সম্পর্কে জানতে চাইলে ঘাটাইলের পাখি প্রেমিক ও শৌখিন ফটোগ্রাফার খাদেমুল মামুন বলেন, শুধু পাখিদের থাকার জন্য হাঁড়ি বাঁধলে হবে না। গ্রামের মানুষকে পাখি সংরক্ষণের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। কমিউনিটি ভিত্তিক সচেতনতা সৃষ্টি হলেই কেবল এ ধরনের উদ্যোগ টেকসই ও সফল হবে।
সাতক্ষীরায় অপরিপক্ব এক ট্রাক আম বাজারজাতের চেষ্টাকালে জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কে এই অভিযান চালানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ট্রাকে অপরিপক্ব আমের বিষয়টি শনাক্ত করেন। পরে তাঁরা আমবাহী একটি ট্রাক
৪৩ মিনিট আগেরাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী মো. আরিফ সিকদার হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ও শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ‘শুটার’ মাহফুজুর রহমান বিপুকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার সন্ধ্যায় র্যাব-৩–এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য
১ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাসুদ পারভেজের কক্ষে ঢুকে তাঁর ল্যাপটপ ভাঙচুর করেছেন এক জুনিয়র কনসালট্যান্ট। এ সময় তিনি তত্ত্বাবধায়কে মারতেও উদ্যত হন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে হাসপাতালের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় তত্ত্বাবধায়কের কক্ষে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেখুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীর হামলায় সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদ গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বাংলা ২০১৮ ব্যাচের ছাত্র নোমানের ছাত্রত্ব সাময়িক স্থগিত ও ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তা ছাড়া স্নাতক পর্যায়ের সনদ স্থগিত ও তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের সিদ্ধান্ত
১ ঘণ্টা আগে