Ajker Patrika

বাজিতে হারল ছোট ভাই, প্রাণ গেল বড় ভাইয়ের

প্রতিনিধি, ঘাটাইল (টাঙ্গাইল) 
বাজিতে হারল ছোট ভাই, প্রাণ গেল বড় ভাইয়ের

বাজি ধরে ফুটবল খেলেছিলেন নাজমুল হোসেনের (২২) ছোট ভাই। বাজিতে হেরে গিয়েছিলেন। কিন্তু প্রতিপক্ষের কাছে কথা রাখেননি। এ নিয়ে বিরোধে প্রাণ গেল তাঁর। 

নাজমুল হোসেন ঘাটাইল উপজেলার বগা ডেংরাচালা গ্রামের আব্দুল বাছেদের ছেলে। প্রতিপক্ষের হামলায় মারাত্মক আহত হয়ে গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ব্যাপারে ঘাটাইল থানায় একটি মামলা হয়েছে। 

জানা যায়, গত ১৫ আগস্ট নাজমুলের ছোট ভাই সুহেল (১৯) বাজি ধরে এলাকার বন্ধু হৃদয়ের (২০) সঙ্গে ফুটবল খেলতে নামেন। বাজি ধরা হয় কোমল পানীয়। খেলায় নিজের দল হেরে গেলে সুহেল হৃদয়কে কোমল পানীয় খাওয়াতে রাজি হয় না। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হলে স্থানীয় মুরব্বিরা তাঁদের বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেন। 

ঘটনার জের ধরে ১৭ আগস্ট রাতে ডেংরাচালা বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে সুহেলের বড় ভাই নাজমুল মাথায় মারাত্মকভাবে আঘাত পান। ওই দিন রাতেই তাঁকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ আগস্ট তিনি মারা যায়। ময়নাতদন্ত শেষে গত ২০ আগস্ট তাঁকে দাফন করা হয়। 

এই ঘটনায় নাজমুলের চাচা শাহজাহান বাদী হয়ে হৃদয় হোসেনসহ নয়জনকে আসামি করে ১৯ আগস্ট ঘাটাইল থানায় মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত