শিল্প কারখানা বাড়ছে কমছে কৃষিজমি
নরসিংদীর পলাশ উপজেলায় আবাদি জমিতে নির্মাণ করা হচ্ছে ইটভাটা, রাস্তা-ঘাট, ঘরবাড়ি, শিল্প-কারখানাসহ বিভিন্ন স্থাপনা। এতে কমছে কৃষিজমি। গত ১০ বছরে এ উপজেলায় কৃষিজমি কমেছে ২৭৫ হেক্টর। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে ব্যাপক খাদ্য সংকটে পড়তে হবে বলে আশঙ্কা করছে উপজেলা কৃষি অধিদপ্তর।