Ajker Patrika

পলাশে মোটরসাইকেল ছিনতাই চেষ্টা, আটক ৩

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১: ৩৮
পলাশে মোটরসাইকেল ছিনতাই চেষ্টা, আটক ৩

নরসিংদীর পলাশে রাইড শেয়ারিং চালকের মোটরসাইকেল ছিনতাইয়ের সময় বিদেশি পিস্তল, তিন গুলিসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন রায়পুরা উপজেলার রাধাগঞ্জ গ্রামের হাবিবুল বাশার, মাধবদীর ভূইয়ম গ্রামের ফাহিম মিয়া ও নরসিংদী সদর থানার সাহেপ্রতাব গ্রামের নাছিম রাজা।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার রাতে ফাহিম ঢাকার উত্তরা হাউস বিল্ডিং এলাকা থেকে ৮০০ টাকা ভাড়ায় রাইড শেয়ারিংয়ের একটি মোটরসাইকেলে ঘোড়াশাল শহীদ ময়েজ উদ্দিন সেতু এলাকায় রওনা দেন। পথে মোটরসাইকেল চালক মেহেদী হাসানকে আরও ২০০ টাকা বাড়িয়ে দেওয়ার কথা বলে উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান এলাকায় নামিয়ে দেওয়ার কথা বলেন। পরে রাবান এলাকায় গেলে আগে থেকে উৎ পেতে থাকা হাবিবুল বাশার ও নাছিম রাজা নামের আরও দুজন পিস্তল ঠেকিয়ে মেহেদী হাসানের মোটরসাইকেলটি ছিনতাই করার চেষ্টা করেন।

এ সময় বাধা দিতে গেলে পিস্তলের হাতল দিয়ে মাথায় আঘাত করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ছিনতাইকারীরা। এ সময় চালক মেহেদী হাসানের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ছিনতাইকারীদের আটক করেন এবং পুলিশকে খবর দেন। পরে উপপরিদর্শক আবদুল্লাহ আল মামুন নেতৃত্বে পলাশ থানার একদল পুলিশ পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ তিন জনকে আটক করেন।

এ বিষয়ে জানতে চাইলে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, আটক হওয়া ব্যক্তিরা পেশাদার ছিনতাইকারী। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পলাশ থানায় একটি ছিনতাই মামলা ও অস্ত্র মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত