নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশের জিনারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগে তিন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ভোট বর্জন করেছেন। আজ রোববার বেলা সোয়া ১১টা থেকে দুপুর পৌনে ১টার মধ্যে তাঁরা এ ঘোষণা দেন।
প্রার্থীরা হলেন ঘোড়া প্রতীকের মাসুদ খান, টেলিফোন প্রতীকের কাজী রফিকুল ইসলাম ও আনারস প্রতীকের অ্যাডভোকেট জুটন চন্দ্র দত্ত। জিনারদী ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
তিন স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করে সাংবাদিকদের জানান, আজ সকাল থেকে বেশির ভাগ ভোটকেন্দ্রে তাঁদের এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি। যেসব কেন্দ্রে এজেন্ট ছিলেন তাঁদেরও মারধর করে ভয়ভীতি দেখিয়ে বের করে দেওয়া হয়। প্রায় সব কেন্দ্রে প্রকাশ্যে ব্যালটে সিল মারাসহ ভোটারদের প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারতে বাধ্য করা হয়েছে। এতে ভোটাররা তাঁদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারেননি। এসব অনিয়মের অভিযোগ প্রশাসনকে বারবার মোবাইলে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জুটন চন্দ্র দত্ত বলেন, ‘নৌকা প্রতীকের প্রার্থী কামরুল ইসলাম গাজীর সমর্থকেরা ভোট প্রচারের শুরু থেকেই বিভিন্নভাবে আমার কর্মীদের ভয়ভীতি দেখিয়ে বাধা সৃষ্টি করছিল। ভোটের দিন বহিরাগত সন্ত্রাসীদের এনে ভোট চুরি করা হবে এমন আশঙ্কা করে একাধিকবার রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। তবু কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।’
অভিযোগ সম্পর্কে জানতে একাধিকবার নৌকা প্রতীকের প্রার্থী কামরুল ইসলাম গাজীকে মোবাইল করা হলেও কল রিসিভ করেননি তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোসাম্মাৎ জোবাইদা খাতুন বলেন, ‘জিনারদী ইউনিয়নের তিন স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বলে শুনেছি। তবে যেসব অনিয়মের কারণে তাঁরা নির্বাচন বর্জন করেছেন, সেসব বিষয়ে আমরা কোনো কেন্দ্র থেকে অভিযোগ পাইনি।’
মোসাম্মাৎ জোবাইদা খাতুন আরও বলেন, প্রতিটি কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদীর পলাশের জিনারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগে তিন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ভোট বর্জন করেছেন। আজ রোববার বেলা সোয়া ১১টা থেকে দুপুর পৌনে ১টার মধ্যে তাঁরা এ ঘোষণা দেন।
প্রার্থীরা হলেন ঘোড়া প্রতীকের মাসুদ খান, টেলিফোন প্রতীকের কাজী রফিকুল ইসলাম ও আনারস প্রতীকের অ্যাডভোকেট জুটন চন্দ্র দত্ত। জিনারদী ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
তিন স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করে সাংবাদিকদের জানান, আজ সকাল থেকে বেশির ভাগ ভোটকেন্দ্রে তাঁদের এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি। যেসব কেন্দ্রে এজেন্ট ছিলেন তাঁদেরও মারধর করে ভয়ভীতি দেখিয়ে বের করে দেওয়া হয়। প্রায় সব কেন্দ্রে প্রকাশ্যে ব্যালটে সিল মারাসহ ভোটারদের প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারতে বাধ্য করা হয়েছে। এতে ভোটাররা তাঁদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারেননি। এসব অনিয়মের অভিযোগ প্রশাসনকে বারবার মোবাইলে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জুটন চন্দ্র দত্ত বলেন, ‘নৌকা প্রতীকের প্রার্থী কামরুল ইসলাম গাজীর সমর্থকেরা ভোট প্রচারের শুরু থেকেই বিভিন্নভাবে আমার কর্মীদের ভয়ভীতি দেখিয়ে বাধা সৃষ্টি করছিল। ভোটের দিন বহিরাগত সন্ত্রাসীদের এনে ভোট চুরি করা হবে এমন আশঙ্কা করে একাধিকবার রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। তবু কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।’
অভিযোগ সম্পর্কে জানতে একাধিকবার নৌকা প্রতীকের প্রার্থী কামরুল ইসলাম গাজীকে মোবাইল করা হলেও কল রিসিভ করেননি তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোসাম্মাৎ জোবাইদা খাতুন বলেন, ‘জিনারদী ইউনিয়নের তিন স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বলে শুনেছি। তবে যেসব অনিয়মের কারণে তাঁরা নির্বাচন বর্জন করেছেন, সেসব বিষয়ে আমরা কোনো কেন্দ্র থেকে অভিযোগ পাইনি।’
মোসাম্মাৎ জোবাইদা খাতুন আরও বলেন, প্রতিটি কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
২১ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
২৩ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২৯ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে