Ajker Patrika

ট্রেনের ধাক্কায় যুবক নিহত

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৬
ট্রেনের ধাক্কায় যুবক নিহত

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল রেলস্টেশনে আন্তনগর এগারো সিন্ধুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। গত শনিবার বিকেলে স্টেশনের ৩ নম্বর লাইন থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ওই যুবক অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নিহত যুবকের নাম আল আমিন (২৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের দিলু মিয়ার ছেলে। মা ও স্ত্রীকে নিয়ে ভাবির বাড়ি ঘোড়াশালে বেড়াতে এসেছিলেন আল আমিন।

রেলওয়ে পুলিশ ও ঘোড়াশাল স্টেশনের সংশ্লিষ্টরা জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা আন্তনগর এগারো সিন্ধুর এক্সপ্রেস ট্রেনটি রাজধানী ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বিকেল ৫টার দিকে ঘোড়াশাল রেলস্টেশন অতিক্রম করার সময় ট্রেনটি রেললাইন পার হতে যাওয়া দিলুকে ধাক্কা দেয়। এতে মাথা থেঁতলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে দুর্ঘটনার খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. ইমায়েদুল জাহিদী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকের পরিবারের সদস্যদের অনুরোধে এবং কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে তাঁর লাশ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত