গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে রাজনীতি থেকে অবসর নিলেন কামরুজ্জামান কামাল নামে এক আওয়ামী লীগ নেতা। রাজনীতি ছাড়ার কারণ হিসেবে তিনি শারীরিক অসুস্থতার কথা বলেছেন। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
গোপালগঞ্জের মুকসুদপুরে বজ্রপাতে শহীদ মুন্সী (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ রোববার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিগনগর ইউনিয়নের পদ্মকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। শহীদ ওই গ্রামের সেকেন্দার মুন্সীর ছেলে।
সাহেদ সর্দার বলেন, মুকসুদপুর থেকে ফরিদপুরের রাস্তায় শুধু ড্রাইভার ও মালিক সমিতির কারণে হাজারো মা-বোনকে জীবন দিতেছে হয়েছে। কারণ, কিছু ড্রাইভার লাইসেন্স ছাড়া বেপরোয়া গতিতে গাড়ি চালায়। এদের বিরুদ্ধে মালিক সমিতিও ব্যবস্থা নেয় না।
গোপালগঞ্জে মুকসুদপুর থানা হেফাজত থেকে হৃদয় শেখ নামে হত্যা মামলার এক আসামি পালিয়ে গেছেন। এ ঘটনায় আজ বৃহস্পতিবার থানা-পুলিশের তদন্ত কর্মকর্তাসহ দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে গতকাল বুধবার সকালে এই ঘটে।