বিয়ের ১ বছর পর জানলেন বিয়েটাই ভুয়া
এর মাঝে বহুবার কাবিননামা চেয়েছেন শাহিদা। সব সময়ই নানা অজুহাতে এড়িয়ে যান নয়ন। পরে শাহিদা বুঝতে পারেন বিয়ের নাটক সাজানো হয়েছে। তাঁদের সত্যিকার বিয়ে হয়নি। বিষয়টি আরও পরিষ্কার হয় যখন পুলিশের ভয় দেখালে নয়ন বলেন, ‘তোকে ফুঁ দিয়ে বিয়ে করেছি, ফুঁ দিয়েই আবার তালাক দিয়েছি। পারলে তুই আমার কিছু করিস। আর এ ব্যাপা