আমনের মৌসুমে চাহিদা বেড়েছে বাঁশপণ্যের
আমন মৌসুমে ধান সংগ্রহের প্রয়োজনে কুলা, চালুন, ঢাকিসহ বাঁশজাত পণ্যের চাহিদা বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে দামও। এতে কৃষকের কেনার সীমানা অতিক্রম করলে বাঁশশিল্পের কারিগরদের মুখে হাসি ফুটছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সবাই হাঁপিয়ে উঠেছেন।