Ajker Patrika

সেরাদের সেরা করদাতা ভানু

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৬: ৫৪
সেরাদের সেরা করদাতা ভানু

পরপর তিনবার জেলার সেরা করদাতাদের মধ্যে সেরা হয়েছেন পাপন কুমার ভানু। তিনি সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে ঠিকাদারি পেশায় নিয়োজিত থেকে ২০২১ সালের সেরা করদাতা নির্বাচিত হন। এর আগে ২০১৯ ও ২০২০ অর্থবছরেও সেরা করদাতা হিসেবে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত হয়েছেন তিনি।

জানা গেছে, পৌর শহরের এলজিইডি মোড়ের দেওলা এলাকার বাসিন্দা পাপন কুমার ভানু ২০০০ সালের শুরুতে ঠিকাদারি ব্যবসা শুরু করেন। টানা ২০ বছর এ পেশায় নিয়োজিত থেকে সরকারি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন, সড়কসহ বিভিন্ন কর্মকাণ্ড সফলভাবে সম্পন্ন করেছেন। একই সঙ্গে নিয়মিত কর পরিশোধ করায় ২০১৯ সালে এসে তিনি জেলার সেরা করদাতা হিসেবে প্রথম রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি অর্জন করেন। ২০২০ ও ২০২১ সালেও তিনি এর ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। চলতি বছর তিনি সেরা করদাতাদের মধ্যে প্রথম করদাতা হিসেবে গত বুধবার যুব ও ক্রীড়ামন্ত্রী জাহিদ আহসান রাসেলের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন। গাজীপুরের আহসানুল্লাহ মাস্টার মিলনায়তনে গাজীপুর কর বিভাগ আয়োজিত সেরা করদাতাদের সম্মাননা অনুষ্ঠানে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত