টাঙ্গাইল ও মধুপুর প্রতিনিধি
টাঙ্গাইলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারের সামনে হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক নুরসহ দলটির নেতাকর্মীরা। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার দুপুরে টাঙ্গাইলের সন্তোষে শ্রদ্ধা জানাতে গেলে মাজারের প্রবেশমুখে এ হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। রেজা কিবরিয়াও সামান্য আঘাত পেয়েছেন। তিনি এ হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন। তবে ছাত্রলীগ ওই পরিস্থিতির জন্য গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের দায়ী করেছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বলেছে, দুপুর ১২টার দিকে রেজা কিবরিয়া ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদনের জন্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। কিছু দূর যেতেই কিছু তরুণ তাঁদের পথরোধের চেষ্টা করেন। ওই বাধা অতিক্রম করে রেজা কিবরিয়া ও নুরুল এগিয়ে গেলে তাঁদের ওপর অতর্কিত হামলা হয়। এ সময় রেজা কিবরিয়াকে লাঠি দিয়ে আঘাত করা হয়। নুরের সঙ্গেও কয়েকজনের ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে তাঁরা দুজন আত্মরক্ষার্থে সেখানে অবস্থানরত পুলিশের ভ্যানে উঠে পড়েন। সেখানেও হামলা হয়। এ পরিস্থিতিতে পুলিশ এগিয়ে এসে হামলাকারীদের সরিয়ে দেয়। পরে রেজা কিবরিয়া ও নুরুল হককে নিয়ে পুলিশ ভ্যানটি ক্যাম্পাস ত্যাগ করে। এর কিছু পর পরিস্থিতি শান্ত হয়ে যায়। গতকাল সন্ধ্যায় এ হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের জেলা শাখার নেতাকর্মীরা টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন।
পরে ফেসবুক লাইভে এসে হামলার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করে তাঁদের বিচার দাবি করেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া। তবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নেতা মানিক শীল বলেন, ‘ওরা প্রথমে ছাত্রদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের কয়েকজন আহত হয়। এ ঘটনার পর থেকে ভাসানীর মাজার এলাকায় আমাদের নেতাকর্মী ও ছাত্রদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়।’
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সরোয়ার হোসেন বলেন, গণ অধিকার পরিষদের নেতারা মওলানা ভাসানীর মাজারে কাছাকাছি পৌঁছার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে রেজা কিবরিয়া ও নুরুল হকসহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের পুলিশি নিরাপত্তায় ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
টাঙ্গাইলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারের সামনে হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক নুরসহ দলটির নেতাকর্মীরা। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার দুপুরে টাঙ্গাইলের সন্তোষে শ্রদ্ধা জানাতে গেলে মাজারের প্রবেশমুখে এ হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। রেজা কিবরিয়াও সামান্য আঘাত পেয়েছেন। তিনি এ হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন। তবে ছাত্রলীগ ওই পরিস্থিতির জন্য গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের দায়ী করেছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বলেছে, দুপুর ১২টার দিকে রেজা কিবরিয়া ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদনের জন্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। কিছু দূর যেতেই কিছু তরুণ তাঁদের পথরোধের চেষ্টা করেন। ওই বাধা অতিক্রম করে রেজা কিবরিয়া ও নুরুল এগিয়ে গেলে তাঁদের ওপর অতর্কিত হামলা হয়। এ সময় রেজা কিবরিয়াকে লাঠি দিয়ে আঘাত করা হয়। নুরের সঙ্গেও কয়েকজনের ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে তাঁরা দুজন আত্মরক্ষার্থে সেখানে অবস্থানরত পুলিশের ভ্যানে উঠে পড়েন। সেখানেও হামলা হয়। এ পরিস্থিতিতে পুলিশ এগিয়ে এসে হামলাকারীদের সরিয়ে দেয়। পরে রেজা কিবরিয়া ও নুরুল হককে নিয়ে পুলিশ ভ্যানটি ক্যাম্পাস ত্যাগ করে। এর কিছু পর পরিস্থিতি শান্ত হয়ে যায়। গতকাল সন্ধ্যায় এ হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের জেলা শাখার নেতাকর্মীরা টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন।
পরে ফেসবুক লাইভে এসে হামলার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করে তাঁদের বিচার দাবি করেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া। তবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নেতা মানিক শীল বলেন, ‘ওরা প্রথমে ছাত্রদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের কয়েকজন আহত হয়। এ ঘটনার পর থেকে ভাসানীর মাজার এলাকায় আমাদের নেতাকর্মী ও ছাত্রদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়।’
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সরোয়ার হোসেন বলেন, গণ অধিকার পরিষদের নেতারা মওলানা ভাসানীর মাজারে কাছাকাছি পৌঁছার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে রেজা কিবরিয়া ও নুরুল হকসহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের পুলিশি নিরাপত্তায় ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫