প্রেমের টানে ফিলিপিনো তরুণী হবিগঞ্জে
প্রেমের সম্পর্ক সার্থক করতে সুদূর ফিলিপাইন থেকে জুবেলিন নামে এক তরুণী এখন হবিগঞ্জের মাধবপুরে। শুধু তাই নয়, এরই মধ্যে ধর্মান্তরিত হয়ে নাম পরিবর্তন করে জুবেলিন থেকে জান্নাত রহমান হয়েছেন। বিয়েও করেছেন প্রেমিক আশিকুর রহমান মিশুকে।