Ajker Patrika

সিলেটে আদালতে যাওয়ার পথে যুবক খুন, আহত বড় ভাই

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৭: ০১
সিলেটে আদালতে যাওয়ার পথে যুবক খুন, আহত বড় ভাই

সিলেটে আদালতে মামলার হাজিরা দিতে যাওয়ার পথে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক খুন হয়েছেন। গুরুতর আহত হয়েছেন নিহতের বড় ভাই। আজ মঙ্গলবার সকালে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের রুকনপুর গ্রামের জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহত জুনায়েদুল ইসলাম (২৮) ও আহত জাহেদুল ইসলাম (৩৩) সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের কলমপুর গ্রামের কনাই মিয়ার ছেলে।

আহতের বরাত দিয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে জুনায়েদুল ও জাহেদুল মামলার হাজিরা দিতে সিলেট আদালতে যাচ্ছিলেন। পথিমধ্যে ফেঞ্চুগঞ্জের রুকনপুর গ্রামের জামে মসজিদের পাশে অটোরিকশা পৌঁছানো মাত্র ১০-১৫ জন দুর্বৃত্ত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই জুনায়েদুলের মৃত্যু হয়।

আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত জাহেদুলকে দ্রুত উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন ও মো. বদিউজ্জামান। তাঁরা আজকের পত্রিকাকে বলেন, ‘দুপক্ষই বালাগঞ্জ উপজেলার বাসিন্দা। তাঁদের মধ্যে পূর্ব থেকেই জমি সংক্রান্ত বিরোধ ছিল। বছরখানেক আগে আজকের ভিকটিমরা হামলাকারীদের একজনের পা কেটে নিয়েছিল। এ ঘটনার মামলায় হাজিরা দিতে আসার পথে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবেই হামলা করেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।’

আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. আরিফ হোসাইন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। তবে তাঁদের টিম কাজ করছে বলেও এ পুলিশ কর্মকর্তা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত