১৮ ঘণ্টা বিদ্যুৎ নেই তিন উপজেলায়
কিশোরগঞ্জের পল্লী বিদ্যুৎ সরবরাহ লাইনে ইনসুলেটর বিস্ফোরণ ঘটেছে। এতে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলায় গত রোববার রাত ১০টা থেকে গতকাল সোমবার বিকেল ৪টা পর্যন্ত আঠারো ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ কারণে ভোগান্তিতে পড়ে পল্লী বিদ্যুতের ৬৮ হাজার গ্রাহক। বন্ধ ছিল বিদ্যুৎ নির্ভর সব প্রতিষ্ঠান।