Ajker Patrika

ভৈরবে ৭ ইউপিতে প্রার্থী হলেন ৩২৯

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১: ৪৮
ভৈরবে ৭ ইউপিতে প্রার্থী হলেন ৩২৯

কিশোরগঞ্জের ভৈরবে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য এবং সাধারণ সদস্যদের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার ৩২৯ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭৪ জন ও সাধারণ সদস্য পদে ২১৮ জন প্রার্থী রয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ২৫ নভেম্বর ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। আর ২৯ নভেম্বর ছিল প্রার্থিতা যাচাই-বাছাই। গত ৬ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। শেষ পর্যন্ত ৮ জন ইউপি চেয়ারম্যান প্রার্থী ও ৪ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ২৫ জন সাধারণ সদস্যসহ মোট ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ৭ ইউপিতে চেয়ারম্যান পদে ৩৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭৪ জন ও সাধারণ সদস্য পদে ২১৮ জন প্রার্থী নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ প্রসঙ্গে ভৈরব উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা বলেন, আগামী ২৬ ডিসেম্বর ভৈরবে ভোটগ্রহণ হবে। ৭টি ইউপিতে ১ লাখ ৩৮ হাজার ৯৫৬ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট কেন্দ্র রয়েছে ৭০টি। ভোট সুষ্ঠু ও অবাধ করতে নির্বাচন অফিসের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত