বুরুন্দী জাগরণী যুব সংঘের আত্মপ্রকাশ
একটি আধুনিক সুস্থ্য সমাজ বিনির্মাণের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায় বুরুন্দী দক্ষিণ পাড়া সমাজের সকল যুব, তরুণ, ছাত্রদের সমন্বয়ে ‘বুরুন্দী জাগরণী যুব সংঘ’ ও সহযোগী সংগঠন ‘বুরুন্দী জাগরণী তরুণ সংঘ’ সংগঠনের আত্মপ্রকাশ করেছে। এসময় এদের একটি অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনও করা হয়েছে।