Ajker Patrika

স্বামী দেখে না, বাড়িতে উপহাস-নিজের শিশুকে হত্যা করেন খাদিজা

প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)
স্বামী দেখে না, বাড়িতে উপহাস-নিজের শিশুকে হত্যা করেন খাদিজা

স্বামী ভরণপোষণ দেন না। বাড়ির লোকজনও সময়ে অসময়ে সুযোগ পেলেই দুকথা শুনিয়ে দেয়। এতেই ক্ষুব্ধ হয়ে শিশুপুত্রকে হত্যা করেন তিনি। 

ঘটনার প্রায় দেড় বছর পর একটি চিরকুটের সূত্র ধরে মূল রহস্য উদঘাটন করেছেন জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সাইফুল ইসলাম। 

ঘটনাটি ঘটে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ১ নং মাধবপাশা এলাকায়। আজ রোববার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মা খাদিজা আক্তার পিংকি। 

জবানবন্দিতে তিনি জানান, স্বামী ভরণপোষণ না দেওয়ায় এবং পরিবারের লোকজনের উপহাস সহ্য করতে না পেরে ২০২০ সালের ১৯ এপ্রিল দুই মাসের শিশু ইমাম হোসেনকে ঘরের পাশের পুকুরে ফেলে দেন তিনি। 

মামলাটির তদন্তকারী সংস্থা পিবিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০২০ সালের ১৯ এপ্রিল রাত ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ১ নং মাধবপাশা এলাকার বাসিন্দা ও মামলার বাদী রুবেলের শ্বশুরবাড়ি থেকে তাঁর শিশুপুত্র হারিয়ে যায়। তাঁর স্ত্রী খাদিজা আক্তার পিংকি চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে আসেন। তখন তিনি জানান, ঘুমের মধ্যে তার শিশু চুরি হয়ে গেছে। পরদিন ২১ এপ্রিল সকালে বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ পাওয়া যায়। 

এ ঘটনায় রুবেল মামলা করলে প্রথমে তদন্তের দায়িত্ব পায় বন্দর থানা পুলিশ। পরে এই মামলার তদন্তের দায়িত্ব পায় পিবিআই। তদন্তকালে ঘটনাস্থল থেকে একটি কাগজের টুকরা আলামত হিসেবে জব্দ করেন পিবিআই। জব্দকৃত কাগজে লেখা ছিল ‘বাচা গড়ে গড়ে চুরি করমু সাবথাব’। কাগজের হাতের লেখার নমুনা সংগ্রহকালে খাদিজা আক্তার পিংকির হাতের লেখার মিল পাওয়া যায়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের মুখে তিনি দায় স্বীকার করেন। 

পিংকি জানান, স্বামী তাঁকে বারবার টাকার জন্য চাপ দিতেন। স্বামী চাইতেন তিনি নিজেই আয় রোজগার করে নিজের খরচ চালান। রুবেল তাঁকে ভরণপোষণের কোনো খরচ দিতেন না। এ নিয়ে পরিবারের লোকজনও উপহাস করত। এসব মিলে মানসিক চাপ সহ্য করতে না পেরে মধ্যরাতে ঘুমন্ত শিশুকে পুকুরে ফেলে দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত