৮০০ কেজির `কালো টাইগার'–এর দাম ১২ লাখ টাকা
প্রতি বছর কোরবানির ঈদের আগে ওজন এবং দামে আলোচনায় উঠে আসে নানা বাহারি নামের গরু। এবার সেই তালিকায় ঠাঁই পেয়েছে ময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকার ‘কালো টাইগারের’ নাম। গায়ের রং কালো। লম্বায় যেমন, উচ্চতাতেও তেমন। শরীরও ফোলা নয়। তাই ষাঁড়টি দেখতে দর্শনার্থীরা ভিড় করছেন প্রতিনিয়ত।