Ajker Patrika

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরদিন স্থগিত ঘোষণা

প্রতিনিধি, জাককানইবি (ত্রিশাল) 
আপডেট : ০৪ জুলাই ২০২১, ১০: ৪৫
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরদিন স্থগিত ঘোষণা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) রেজিস্ট্রারসহ কয়েকটি বিভাগের স্থায়ী-অস্থায়ী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ১ জুলাই বৃহস্পতিবার। কিন্তু সমাজবিজ্ঞান বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের এক দিন পর সেটি স্থগিত করে।

করোনাকালে ক্যাম্পাস বন্ধ থাকা সত্ত্বেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করাকে নেতিবাচক ভাবছেন ছাত্র-শিক্ষক। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা সমালোচনা হয়েছে। 

প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ট্রেজারার, সহকারী রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেক কর্মকর্তা কিছুই জানেন না বলে জানা গেছে।

উপাচার্য এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘বন্ধ হওয়ার কারণ হচ্ছে এই নিয়োগে একটা বিশেষ যোগ্যতার বিষয় আছে। আর এটা সিন্ডিকেট মিটিংয়ে পরিবর্তন করতে হবে, আমি পারব না। এসব নিয়ে কোনো কথাবার্তা হোক আমি চাইনি, তাই নিয়োগ বন্ধ করে দিয়েছি। তা ছাড়া অন্য নিয়োগগুলো ঠিক থাকবে।’ 

এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রিয়াজুল ইসলাম বলেন, ‘আমার বিভাগের নিয়োগ স্থগিত করার কারণ হচ্ছে যাতে কারও মধ্যে কোনো প্রশ্ন না থাকে। এ জন্য স্থায়ী নিয়োগের মাধ্যমেই পরে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত