মৃত্যুর খবর পেলেই ঘোড়ায় চড়ে ছোটেন মনু মিয়া
হাওরের বুক ছিঁড়ে ছুটছে লাল ঘোড়া। গন্তব্য কোনো মৃত বাড়ি। সোয়াড়ির এক হাতে ঘোড়ার লাগাম, অন্য হাতে কুন্তী-শাবল। কাঁধে ঝোলানো ব্যাগে থাকে কোদাল, ছেনি, মাপের ফিতা, করাতসহ কবর খোঁড়ার হরেক যন্ত্র। ছুটছেন মৃত ব্যক্তির বাড়িতে...