অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের মিঠামইনের হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সড়কের ২০০ মিটার পশ্চিম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
গতকাল সোমবার বিকেল ৬টায় ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন মোহাম্মদ হোসেন নামে ওই কর্মকর্তা। তিনি কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, মিঠামইন জোনাল অফিসে সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর (এইসি) হিসেবে কর্মরত ছিলেন। নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর জব্বার ইউনিয়নের নুর মোহাম্মদ ও বিবি আয়েশা দম্পতির ছেলে তিনি।
পল্লী বিদ্যুৎ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ হোসেন গতকাল সোমবার বিকেলে ঝাঁপি জাল নিয়ে সড়কে মাছ ধরতে যান। এ সময় হাতের কবজিতে বাঁধা জাল পানিতে ফেললে স্রোতের টানে জালসহ হাওরে বর্ষার পানিতে তলিয়ে যান। খবর পেয়ে মিঠামইন থানার পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা তাৎক্ষণিক উদ্ধারকাজ শুরু করেন। কিন্তু পরে প্রবল স্রোত ও আলোর স্বল্পতার জন্য উদ্ধার অভিযান চালাতে পারেনি। আজ মঙ্গলবার সকালে আবারও শুরু করে অভিযান। পরে দুপুর সাড়ে ১২টায় স্থানীয় ডুবুরি দল মরদেহ উদ্ধার করে। এ সময় গত ১৩ জুলাই সদ্য বিবাহিত মোহাম্মদ হোসেনের স্ত্রী, বড় ভাই, নিকট আত্মীয় ও পল্লী বিদ্যুৎ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্রনাথ গোলদার বলেন, মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিশোরগঞ্জের মিঠামইনের হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সড়কের ২০০ মিটার পশ্চিম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
গতকাল সোমবার বিকেল ৬টায় ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন মোহাম্মদ হোসেন নামে ওই কর্মকর্তা। তিনি কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, মিঠামইন জোনাল অফিসে সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর (এইসি) হিসেবে কর্মরত ছিলেন। নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর জব্বার ইউনিয়নের নুর মোহাম্মদ ও বিবি আয়েশা দম্পতির ছেলে তিনি।
পল্লী বিদ্যুৎ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ হোসেন গতকাল সোমবার বিকেলে ঝাঁপি জাল নিয়ে সড়কে মাছ ধরতে যান। এ সময় হাতের কবজিতে বাঁধা জাল পানিতে ফেললে স্রোতের টানে জালসহ হাওরে বর্ষার পানিতে তলিয়ে যান। খবর পেয়ে মিঠামইন থানার পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা তাৎক্ষণিক উদ্ধারকাজ শুরু করেন। কিন্তু পরে প্রবল স্রোত ও আলোর স্বল্পতার জন্য উদ্ধার অভিযান চালাতে পারেনি। আজ মঙ্গলবার সকালে আবারও শুরু করে অভিযান। পরে দুপুর সাড়ে ১২টায় স্থানীয় ডুবুরি দল মরদেহ উদ্ধার করে। এ সময় গত ১৩ জুলাই সদ্য বিবাহিত মোহাম্মদ হোসেনের স্ত্রী, বড় ভাই, নিকট আত্মীয় ও পল্লী বিদ্যুৎ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্রনাথ গোলদার বলেন, মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফেনীর পরশুরাম সীমান্ত থেকে নুরুল ইসলাম (৬৩) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার (১১ আগস্ট) সকালের দিকে উপজেলার উত্তর কেতরাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
১ মিনিট আগেশিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে বিদ্যালয়ের সভাপতি হয়েছিলেন রাজশাহীর বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম ওরফে তফি। পরে শিক্ষা বোর্ডের তদন্তে তাঁর জাল সনদের বিষয়টি ধরা পড়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর সভাপতির পদ বাতিল করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ...
২ মিনিট আগেআদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৯ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
১০ মিনিট আগে