দখল-দূষণে মৃতপ্রায় চিংড়ি খাল উদ্ধার চায় স্থানীয়রা
গাজীপুর ইউনিয়নের কপাটিয়াপাড়া, নিজমাওনা, আক্তাপাড়া ও মাওনা ইউনিয়নের বদনীভাঙ্গা গ্রামের বুকচিরে প্রবাহিত খালটি সালদহ নদীতে গিয়ে মিশেছে। তবে বর্তমানে শুধুমাত্র চিংড়ি ব্রিজ সংলগ্ন ৫০০ মিটার অংশই খালের আকারে রয়ে গেছে। বাকি অংশে যতদূর চোখ যায়, শুধুই সবুজ ফসলের মাঠ।