গণ-অভ্যুত্থানে গিয়ে এক বছরেও ফেরেননি সোনারগাঁয়ের মুন্না
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর থেকে গত বছরের ৫ আগস্ট ভোররাতে আন্দোলনে অংশ নিতে বাড়ি থেকে বের হন মুন্না। সেই বের হওয়াই যে তাঁর শেষ বিদায় ছিল, তা কে জানত। বছর ঘুরে আবারও ফিরে এসেছে ৫ আগস্ট, অথচ আজও ঘরে ফেরেননি মুন্না। বেঁচে রয়েছেন নাকি মারা গেছেন, তা-ও জানেন না তাঁর বাবা-মা। এখনো অশ্রুসিক্ত নয়নে ছেল