রাজস্থলীতে ভূমিকম্পে আশ্রয়ণের ঘরে ফাটল
প্রচণ্ড ঝাঁকুনিতে ঘুম ভাঙাল রাঙামাটির রাজস্থলী উপজেলার লোকজনের। এ সময় পাহাড়ের নৃগোষ্ঠীর প্রথা অনুসারে এক সঙ্গে চিৎকার করে—ভূমি কম্প, ভূমি কম্প। পাহাড়িদের বিশ্বাস, ভূমিকম্প হলে জোড় গলায় চিৎকার করে ভূমিকম্প আওয়াজ তুলতে হবে। এমনটাই বলছিলেন আমছড়া পাড়ার বাসিন্দারা।