Ajker Patrika

প্রতিদ্বন্দ্বিতাহীন ভোটে নেই নির্বাচনী আমেজ

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৩: ৫৩
প্রতিদ্বন্দ্বিতাহীন ভোটে নেই নির্বাচনী আমেজ

রাঙামাটির কাউখালী উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কলমপতি ও বেতবুনিয়া ইউপিতে বিনা ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যানেরা। ফলে ইউপিগুলোতে নেই নির্বাচনী উত্তাপ। একই অবস্থা ইউপির সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডগুলোতেও। অধিকাংশ ওয়ার্ডে বিনা ভোটে সদস্যরা নির্বাচিত হলেও তবে কয়েকটি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে। এমন অবস্থায় আগ্রহ নেই ভোটারদের মধ্যে।

বেতবুনিয়া ইউনিয়নের ভোটার সাজাই মং মারমা (৪৮) বলেন, ‘চেয়ারম্যানের ভোট হচ্ছে না, তাই পুরো নির্বাচন পানসে হয়ে গেছে। নির্বাচন এলে এলাকায় একটা উৎসব হয়, সেটা নেই বেতবুনিয়ায়।’ একই ধরনের মন্তব্য করেন মোহাম্মদ ছৈয়দুল আলম (৫২)।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভোটার বলেন, ‘বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, ভালো হয়েছে। না হলে এখানে মারামারি লেগে থাকত। কাউকে এলাকা ছাড়া হতে হতো।’

উপজেলা নির্বাচন কমিশনের তথ্যমতে, বেতবুনিয়া ইউপিতে নৌকার প্রার্থী অংক্যজ চৌধুরী বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এই পদে ভোট হবে না। নির্বাচন হবে একটি সংরক্ষিত নারী সদস্য আসনে। এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন দুজন। এ ছাড়া ৫টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নির্বাচন হবে। এসব ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৩ জন প্রার্থী।

এদিকে কলমপতি ইউপিতে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান ক্যাজাই মারমা বিনা ভোটে জয়ী হওয়ায় এই পদে ভোট হচ্ছে না। নির্বাচন হবে একটি সংরক্ষিত নারী সদস্য পদে। এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২ প্রার্থী। এ ছাড়া ৭টি সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৯ জন।

কাউখালী নির্বাচন কর্মকর্তা অজয় চক্রবর্তী বলেন, ‘উপজেলার ৪টি ইউনিয়নে নির্বাচন হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেক প্রার্থী নির্বাচিত হওয়ায় বেতবুনিয়া, কলমপতি ইউনিয়নে কাজের চাপ কমেছে। আমরা সব পদকে গুরুত্ব দিয়ে নির্বাচন করছি। পরিস্থিতি এখনো সম্পূর্ণ স্বাভাবিক। এটা শেষ পর্যন্ত ধরে রাখতে চাই আমরা।’ এ ছাড়া উপজেলার ফটিকছড়ি ও ঘাগড়া ইউপিতে চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ১

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত