অপহরণের ৮ ঘণ্টা পর মুক্তিপণে ছাড়া পেল দুই শিশু
কক্সবাজারের টেকনাফে অপহরণের ৮ ঘণ্টা পর মুক্তিপণের বিনিময়ে মুক্তি পেল দুই শিশু। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়ার গহীন পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তবে পুলিশ বলছে, পুলিশের তৎপরতায় দুই শিশুকে অপহরণকারীরা ছেড়ে দিতে বাধ্য হয়েছে।