টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ থেকে পাঠানো রোহিঙ্গাদের তালিকা আজ বুধবার প্রথম দিনের মতো যাচাই-বাছাইয়ে শেষ করেছেন মিয়ানমারের ১৭ সদস্যের প্রতিনিধি দল। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে এ কার্যক্রম আবার শুরু হবে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, সকাল থেকে প্রায় ২০ পরিবারের লোকজনের সাক্ষাৎকার নিয়েছে প্রতিনিধি দলটি। সেখানে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধিসহ সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে স্পিড বোটে মিয়ানমারের টেকনিক্যাল টিমের ১৭ সদস্যর প্রতিনিধি দল টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাটে আসেন। বেলা ১১টার দিকে টেকনাফের স্থল বন্দরের রেস্ট হাউজে পৌঁছান তাঁরা। পরে টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে আসা রোহিঙ্গাদের সাক্ষাৎকার নেন।
সাক্ষাৎকার দিয়ে ফেরা সৈয়দ হোসাইন, মাস্টার ছৈয়দ উল্লাহসহ অনেক রোহিঙ্গা জানিয়েছেন, মিয়ানমারের কোন এলাকায় ছিলেন, থানা, জেলা ও পাশের এলাকাসহ নানা বিষয় জানার চেষ্টা করছে প্রতিনিধি দলটি। ফেরা না ফেরার বিষয়ে কোনো কিছু জানতে চাওয়া হয়নি বলেও জানান তাঁরা।
শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশন সূত্রে জানা গেছে, সকালে এসব রোহিঙ্গাদের নিরাপত্তার মাধ্যমে বাসে করে লেদা-নয়াপাড়া ক্যাম্পের বসবাসকারী ২০ পরিবারের ৭০ জন রোহিঙ্গাকে টেকনাফ স্থল বন্দরের ভেতরে রেস্টহাউসের প্যান্ডেলে নিয়ে আসা হয়। মূলত এসব রোহিঙ্গাদের সাক্ষাৎকার নেওয়া হবে। তবে এদের সংখ্যা কম বেশি হতে পারে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান জানান সকালের দিকে মিয়ানমারের ১৭ সদস্যদের একটি প্রতিনিধি দল টেকনাফ বন্দরের রেস্ট হাউজে পৌঁছান। সেখানে পাঠানো তালিকার অংশ হিসেবে যাচাই-বাছাই করবেন। সেখানে বেশ কিছু রোহিঙ্গাকে আনা হয়েছে।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সামছুদ্দৌজা নয়ন সাংবাদিকদের জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন জোরদার করতে বাংলাদেশ থেকে পাঠানো তালিকা যাচাই-বাছাই করার জন্য রোহিঙ্গা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দল কয়েক দিন বাংলাদেশে অবস্থান করবে। তারা কয়েকটি তালিকা দিয়েছে। এ দেশে জন্ম নিয়েছে বা আত্মীয়স্বজন রয়েছে তাঁদের যাচাই-বাছাই করছে।
সামছুদ্দৌজা নয়ন আরও জানান, যাচাই-বাছাইয়ে পরিবারের সংখ্যা বাড়তে বা কমতে পারে। এটি চলমান প্রক্রিয়া। পরিবারের সংখ্যা যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা জানাবেন। এটি এখন বলা যাচ্ছে না।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন সূত্রে জানা গেছে, মূলত ২০১৮ সালে বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারকে ৮ লাখ ৮২ হাজার রোহিঙ্গাদের একটি তালিকা দেয়। এরপর মিয়ানমারের ৬৮ হাজার রোহিঙ্গা ফিরতি তালিকা পাঠায়। সেখানে অনেকের পরিবারের মধ্য সদস্য বাদ পরে। এ বিষয়টি তাদের (মিয়ানমারকে) অবহিত করা হয়েছে। এর অংশ হিসেবে তাঁরা (মিয়ানমার) আগ্রহ প্রকাশ করছে, বাদপড়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন, কেন বাদ পড়েছেন এবং তাদের দলিলপত্র দেখবেন। তারই অংশে মিয়ানমার প্রতিনিধি দলটি বাংলাদেশে আসা।
প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ থেকে পাঠানো রোহিঙ্গাদের তালিকা আজ বুধবার প্রথম দিনের মতো যাচাই-বাছাইয়ে শেষ করেছেন মিয়ানমারের ১৭ সদস্যের প্রতিনিধি দল। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে এ কার্যক্রম আবার শুরু হবে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, সকাল থেকে প্রায় ২০ পরিবারের লোকজনের সাক্ষাৎকার নিয়েছে প্রতিনিধি দলটি। সেখানে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধিসহ সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে স্পিড বোটে মিয়ানমারের টেকনিক্যাল টিমের ১৭ সদস্যর প্রতিনিধি দল টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাটে আসেন। বেলা ১১টার দিকে টেকনাফের স্থল বন্দরের রেস্ট হাউজে পৌঁছান তাঁরা। পরে টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে আসা রোহিঙ্গাদের সাক্ষাৎকার নেন।
সাক্ষাৎকার দিয়ে ফেরা সৈয়দ হোসাইন, মাস্টার ছৈয়দ উল্লাহসহ অনেক রোহিঙ্গা জানিয়েছেন, মিয়ানমারের কোন এলাকায় ছিলেন, থানা, জেলা ও পাশের এলাকাসহ নানা বিষয় জানার চেষ্টা করছে প্রতিনিধি দলটি। ফেরা না ফেরার বিষয়ে কোনো কিছু জানতে চাওয়া হয়নি বলেও জানান তাঁরা।
শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশন সূত্রে জানা গেছে, সকালে এসব রোহিঙ্গাদের নিরাপত্তার মাধ্যমে বাসে করে লেদা-নয়াপাড়া ক্যাম্পের বসবাসকারী ২০ পরিবারের ৭০ জন রোহিঙ্গাকে টেকনাফ স্থল বন্দরের ভেতরে রেস্টহাউসের প্যান্ডেলে নিয়ে আসা হয়। মূলত এসব রোহিঙ্গাদের সাক্ষাৎকার নেওয়া হবে। তবে এদের সংখ্যা কম বেশি হতে পারে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান জানান সকালের দিকে মিয়ানমারের ১৭ সদস্যদের একটি প্রতিনিধি দল টেকনাফ বন্দরের রেস্ট হাউজে পৌঁছান। সেখানে পাঠানো তালিকার অংশ হিসেবে যাচাই-বাছাই করবেন। সেখানে বেশ কিছু রোহিঙ্গাকে আনা হয়েছে।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সামছুদ্দৌজা নয়ন সাংবাদিকদের জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন জোরদার করতে বাংলাদেশ থেকে পাঠানো তালিকা যাচাই-বাছাই করার জন্য রোহিঙ্গা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দল কয়েক দিন বাংলাদেশে অবস্থান করবে। তারা কয়েকটি তালিকা দিয়েছে। এ দেশে জন্ম নিয়েছে বা আত্মীয়স্বজন রয়েছে তাঁদের যাচাই-বাছাই করছে।
সামছুদ্দৌজা নয়ন আরও জানান, যাচাই-বাছাইয়ে পরিবারের সংখ্যা বাড়তে বা কমতে পারে। এটি চলমান প্রক্রিয়া। পরিবারের সংখ্যা যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা জানাবেন। এটি এখন বলা যাচ্ছে না।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন সূত্রে জানা গেছে, মূলত ২০১৮ সালে বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারকে ৮ লাখ ৮২ হাজার রোহিঙ্গাদের একটি তালিকা দেয়। এরপর মিয়ানমারের ৬৮ হাজার রোহিঙ্গা ফিরতি তালিকা পাঠায়। সেখানে অনেকের পরিবারের মধ্য সদস্য বাদ পরে। এ বিষয়টি তাদের (মিয়ানমারকে) অবহিত করা হয়েছে। এর অংশ হিসেবে তাঁরা (মিয়ানমার) আগ্রহ প্রকাশ করছে, বাদপড়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন, কেন বাদ পড়েছেন এবং তাদের দলিলপত্র দেখবেন। তারই অংশে মিয়ানমার প্রতিনিধি দলটি বাংলাদেশে আসা।
গাজীপুরের কালিয়াকৈরে গভীর রাতে পুলিশ পরিচয়ে বাড়িতে প্রবেশ করে ডাকাতি করা হয়েছে। এ সময় লুট করা হয়েছে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কালিয়াদহ এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে এ ডাকাতি করা হয়।
৯ মিনিট আগেবাসায় উপস্থিত সবার জন্যই আপ্যায়নের চেষ্টা করেছেন আইভী। তিনি নিজের হাতে সবাইকে আপ্যায়নের চেষ্টা করেন। বিস্কুট, কলা, লালমোহন মিষ্টি দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ কর্মকর্তারা এসব খাননি। তাঁরা বলেছেন, ‘অভিযানে এসে খাবার গ্রহণ করাটা ঠিক হবে না।’ তাঁরা কেউই এসব খাবার গ্রহণ করেননি।
১১ মিনিট আগেজয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পৌর এলাকার কেশবপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুর ১২টায় তাঁদের জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়। তাঁদের জয়পুরহাট থানায় দায়ের করা রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
২০ মিনিট আগেদেশে প্রথমবারের মতো শুরু হওয়া যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের অনলাইন প্রশ্নব্যাংক কার্যক্রম স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ মে) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
৩০ মিনিট আগে