Ajker Patrika

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীসহ নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬: ০৫
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীসহ নিহত ৩

কক্সবাজারে আলাদা দুই সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে জেলার ঈদগাঁও উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী ও কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ট্রাক উল্টে একজন নিহত হন। এ দুই ঘটনায় আহত হয়েছেন তিনজন। গতকাল রোববার রাত আটটা থেকে আজ সকাল সাতটার মধ্যে এ দুই দুর্ঘটনা ঘটে।

আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের চান্দেরঘোনা এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় দুই যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবীর। এ ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের চান্দেরঘোনা এলাকার মো. আজিম (৩০) এবং একই এলাকার দেলোয়ার হোসেন সাঈদী (২৮)। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের মরদেহ উদ্ধার করেছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন।

এদিকে টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। গতকাল রাত আটটার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শিলখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান আহমদ (৩৫) টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালীয়াপাড়ার ছৈয়দ আহমদের ছেলে। হতাহতরা সবাই ট্রাকটির শ্রমিক বলে জানা গেছে।

বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত