আজ শুভ আষাঢ়ী পূর্ণিমা, রামুতে বৌদ্ধমন্দিরগুলো নতুন সাজে
আষাঢ়ী পূর্ণিমার মধ্য দিয়ে মূলত বৌদ্ধ ভিক্ষুরা অধিকতরভাবে শীল, সমাধি, প্রজ্ঞার অনুশীলন করে এবং বৌদ্ধ গৃহীরা দান, শীল, ভাবনায় রত থাকার সুযোগ পেয়ে থাকেন। নিজেকে আত্মশুদ্ধির অন্যতম সময় মনে করা হয় আষাঢ়ী পূর্ণিমাকে।